সপ্তমীর সকালে বোলপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত্যু এক শিশুর, আহত অন্তত ৩০ - 24 Ghanta Bangla News
Home

সপ্তমীর সকালে বোলপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত্যু এক শিশুর, আহত অন্তত ৩০

পুজোর আনন্দের মাঝেই সপ্তমীর সকালে শোকের ছায়া। বোলপুরে ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় প্রাণ হারাল এক শিশু, আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। তাঁদের মধ্যে অন্তত ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

আরও পড়ুন: চতুর্থীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, রাজ্যের ২ জেলায় মৃত্যু ৪ জনের, আহত একাধিক

স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত বাসটি নানুর থেকে বোলপুরের দিকে যাচ্ছিল। বোলপুর মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায় হঠাৎ একটি টোটো সামনে চলে আসায় নিয়ন্ত্রণ হারায় দ্রুতগতির বাসটি। চালক টোটোটিকে বাঁচাতে গিয়ে বাসটি উল্টে যায়। মুহূর্তে ছিটকে পড়েন যাত্রীরা। খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা হাসপাতালে ওই শিশুকে মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে। গুরুতর আহতদের মধ্যে ১২ জনকে চিকিৎসকদের পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশ দুর্ঘটনায় আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

এদিকে দুর্ঘটনার জেরে খানিক সময়ের জন্য এলাকায় তীব্র যানজট তৈরি হয়। এর ফলে গাড়ির লম্বা লাইন দেখা দেয়। সমস্যায় পড়েন পথযাত্রীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বোলপুর-নানুর সড়কের অবস্থা অত্যন্ত খারাপ। সঙ্গে টোটোর বেপরোয়া চলাফেরা, সব মিলিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তাঁদের দাবি, দ্রুত রাস্তাঘাট সংস্কার ও টোটোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হোক। পুলিশ জানিয়েছে, মৃত শিশুটির পরিচয় এখনো জানা যায়নি। তদন্ত চলছে দুর্ঘটনার সঠিক কারণ নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *