Rakesh Singh: ‘বাবারও বাবা রয়েছে…,আমাদের আর আলাদা করা যাবে না’, ঐক্যের বার্তা শুভেন্দুর – Bengali News | Suvendu Adhikari Visits Rakesh Singh’s Home After His Son’s Arrest by Police
রাকেশ সিংয়ের বাড়িতে শুভেন্দুরাImage Credit: নিজস্ব চিত্র
কলকাতা: বাবাকে না পেয়ে ছেলেকে গ্রেফতার করল পুলিশ। এখন অধরা বিজেপি নেতা রাকেশ সিং। কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে দলবল নিয়ে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ তাঁর বিরুদ্ধে। কিন্তু কোনও মতেই বিজেপি নেতাকে হাতে পাচ্ছে না কলকাতা পুলিশ। অগত্যা সোমবার গ্রেফতার করা হল ছেলে শিবম সিংকেই। তারপরেই চড়ল রাজনীতির পারদ।
সন্ধ্য়ায় রাকেশের বাড়িতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাকেশ পুত্রের গ্রেফতারি নিয়ে পুলিশের দিকেও প্রশ্ন ছুঁড়লেন তিনি। ছেলের গ্রেফতারিতে সশরীরে না পারলেও ডিজিটালি সরব হয়েছিলেন পলাতক বাবা। নিজের সমাজমাধ্যম থেকেই লাইভ করে পুলিশকে একহাত নিয়েছেন তিনিও।
তবে রাকেশ সিং নিয়ে বিজেপি কোনও রকম ঢাল তৈরি করতে চায় না। যা স্পষ্ট হয়ে গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথাতেও। তিনি বলেন, “রাকেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, কারণ উনি অন ক্যামেরা ছিলেন। পারলে গ্রেফতার করুন। জেল খাটান। রাকেশও যদি পারে আইনি পথে লড়াই চালিয়ে বেরিয়ে আসবে। কিন্তু ওর ছেলে তো ঘটনাস্থলে ছিল না। এই ছোট ছোট বাচ্চাগুলোকে মারধর করছে। আপনি ক্যামেরাতে তো দেখাতে পারবেন না। তারপরেও তাকে তুলে নিয়ে যাওয়া হল। এটা কী?”
পাশাপাশি, পুলিশের বিরুদ্ধে রাকেশে সিংয়ের পরিবারের মহিলা সদস্যদের উপর আক্রমণ করার অভিযোগ তোলেন শুভেন্দু। তিনি বলেন, “দু’জন মহিলাকে আক্রমণ করেছে। হাতগুলো কেটে কেটে রক্তাক্ত করে দিয়েছে। বাচ্চা মেয়েটারও উপরে হামলা চালিয়েছে। এটা পুলিশ? শীর্ষ আদালতের যে নির্দেশিকা রয়েছে, সেই অনুযায়ী আসামী কেন, তার বাড়ির লোকের গায়েও হাত দেওয়া যাবে না। রাকেশ অপরাধী নয়, রাজনৈতিক।”
অবশ্য, পুলিশের এহেন আচরণের পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু। তাঁর কথায়, “বাবারও বাবা রয়েছে। অভ্যন্তরীণ নিরাপত্তা আদালতের হাতে। যা করার আমরা করব। শিক্ষা ঠিক দিয়ে দেব। আর এবারে আমাদের কেউ ভাগ করতে পারবেন না। ভাষার নামে, জাতের নামে, হিন্দি-বাঙালি বলে আর ভাগ করা যাবে না। উই অল আর সনাতনী (আমরা সবাই সনাতনী), উই অল আর ইউনাইটেড (আমরা সবাই ঐক্যবদ্ধ)।”