এক চামচ ঘিয়েই ত্বক হবে ঝকঝকে, কীভাবে মাখবেন? জেনে নিন – Bengali News | Try this ghee skin care tips for glowing skin
গরমভাতে ঘি। হ্য়াঁ, এই খাবার খুব কম মানুষই রয়েছে, যাঁদের পছন্দ নয়। বাঙালি মানেই ঘি-ভাত, আলু সেদ্ধ। কিন্তু জানেন কি? এই ঘি শুধু খেলেই হবে না। ত্বক ঝকঝকে করতেও দারুণ কাজ দেয়। কীভাবে মাখবেন ঘি? ঝটপট পড়ে নিন।
ঘি ১ চামচ, কফি, বেসন, হলুদ আর চিনি মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। তার পর কিছুক্ষণ রেখে উষ্ণজলে মুখ ধুয়ে নিন। দেখবেন পাঁচ মিনিটেই ফিরবে ত্বকের জেল্লা।
ঘুম থেকে উঠে অল্প একটু ঘি মেখে নিন মুখে। তার পর কিছুক্ষণ রেখে একটা ভেজা কাপড়ে মুখ মুছে নিন। দেখবেন সারা দিন ত্বকে একটা জেল্লা বজায় থাকবে।
ঘিয়ের সঙ্গে একটু জাফরান মিশিয়ে নিন। তার পর পনেরো মিনিট মাসাজ করুন। দেখবেন চটজলদি সারা মুখে জেল্লা ফিরে আসবে।
ঘিয়ের মধ্যে কমলালেবুর খোসা দিয়ে অল্প করে ফুটিয়ে নিন। ঠান্ডা করে সেটা ত্বকে মেখে নিন। কিছুক্ষণ রেখে উষ্ণজলে ধুয়ে ফেলুন। দেখবেন সারাদিন তরতাজা লাগবে।
একটি পাত্রে দুচামচ ঘি নিয়ে হালকা করে ঘি গরম করে নিন। রাতে শোয়ার আগে, সেই ঘি ঠান্ডা হয়ে গেলে ভালো করে মুখে মেখে নিন। ৫ মিনিট মতো মাসাজ করুন। তার পর উষ্ণ জলে মুখ ধুয়ে, ময়েশ্চারাইজার মেখে নিন।