Meghalaya Honeymoon Murder: সঞ্জয় ভর্মার সঙ্গে ২৩৪ বার ফোনে কথা সোনমের, কে এই মিস্ট্রি ম্যান? - Bengali News | Sonam Called Sanjay Verma 234 Times in 39 days, Who is this Mystery Man? - 24 Ghanta Bangla News
Home

Meghalaya Honeymoon Murder: সঞ্জয় ভর্মার সঙ্গে ২৩৪ বার ফোনে কথা সোনমের, কে এই মিস্ট্রি ম্যান? – Bengali News | Sonam Called Sanjay Verma 234 Times in 39 days, Who is this Mystery Man?

সোনম ও রাজা রঘুবংশী।Image Credit source: Instagram

ভোপাল: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে নতুন মোড়। স্ত্রী সোনমের ফোন থেকে পাওয়া গেল এক মিস্ট্রি ম্যানের নম্বর। সঞ্জয় ভর্মা নামক এক ব্যক্তির সঙ্গে ২৩৪ বার ফোনে কথা বলেছিলেন সোনম। কে এই ব্যক্তি, তা নিয়েই মাথার চুল ছিড়ছিল পুলিশ। অবশেষে সেই রহস্য উদঘাটন হল।

১১ মে রাজা রঘুবংশীর সঙ্গে বিয়ে হয় সোনমের। এরপরে হানিমুনে মেঘালয়ে যায় নবদম্পতি। সেখানেই রাজাকে সুপারি কিলার দিয়ে খুন করায় সোনম। পুরো পরিকল্পনায় সাহায্য করেছিল সোনমের প্রেমিক রাজ কুশওয়াহা। পুলিশ ইতিমধ্যেই সোনম, রাজ ও তিন সুপারি কিলারকে গ্রেফতার করেছে। তবে তদন্তে নেমেই হঠাৎ উঠে আসে সঞ্জয় ভর্মার নাম।

সোনমের ফোন থেকেই পাওয়া গিয়েছে এই ব্যক্তির নাম। কল রেকর্ডিং চেক করে দেখা যায়, ৩৯ দিনের মধ্যে সোনম ও সঞ্জয়ের মধ্যে ২৩৯ বার ফোনে কথা হয়েছে। শুধু ১ মার্চ থেকে ৮ এপ্রিলের মধ্যে ১০০ বারের বেশি কথা হয়েছে। পুলিশ যখন এই নম্বর ট্রেস করার চেষ্টা করে, তখন দেখা যায় নম্বরটি সুইচ অফ।

অদ্ভুতভাবে গত ৮ জুন ফোনটি সুইচ অফ হয়ে যায়। ওই দিনই উত্তর প্রদেশের গাজিপুর থেকে সোনমের খোঁজ মেলে। রহস্য তৈরি হচ্ছিল এই সঞ্জয় ভর্মাকে নিয়ে। কে এই ব্যক্তি, সোনমের সঙ্গে কী তাঁর সম্পর্ক, তা জানার চেষ্টা চলছিল। অবশেষে সেই রহস্যের জট কাটল।

মেঘালয় পুলিশের তরফে জানানো হল, সঞ্জয় ভর্মা আর কেউ নয়, আসলে সোনমের প্রেমিক রাজ কুশওয়াহাই। পুলিশকে ঘোল খাওয়াতেই সোনম রাজের নাম বদলে সঞ্জয় ভর্মা বলে সেভ করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *