ডান হাতের তালু চুলকোলে সত্যিই কি টাকা আসে? জানুন আসল ব্যাপার – Bengali News | Try these tips to clean your hand to avoid itching

মা-ঠাকুমার সময় থেকেই একটা কথা বেশ প্রচলিত। ডান হাতের তালু চুলকোলে নাকি টাকা আসবে, আর বা হাতের তালু চুলকোলে টাকা গায়েব! হাতের তালু চুলকোলেই আমরা কম বেশি একথা বিশ্বাস করি। কিন্তু আসলে, হঠাৎ হঠাৎ ডান বা বা হাতের তালু চুলকোয় কেন জানেন?
বিশেষজ্ঞরা বলছেন, হাতের তালু চুলকোনোর নেপথ্যে টাকা আসা বা খরচ হওয়ার কোনও সম্পর্ক নেই। পুরোটাই একটা কুসংস্কার। তবে হাতের তালু চুলকোলে একটু চিন্তারই ব্যাপার। তা ডান হাত হোক, কিংবা বা হাত। এর নেথত্য়ে রয়েছে ব্য়াকটেরিয়া। যে ব্যাকটেরিয়া খুব আমাদের আশপাশেই ঘোরাফেরা করছে এবং খুব সহজেই সেই ব্য়াকটেরিয়া আমাদের কাবু করে ফেলছে।
ব্য়াপারটা একটু বিশদে বলা যাক। সারাদিন আমরা নানা জায়গায় কাজের প্রয়োজনে হাত দিই। কখনও বাস, ট্রাম, কিংবা ক্য়াব। অথবা সুলভ টয়লেট। এমনকী, আপনি যে অফিসে কাজ করেন, সেই ডেস্কও থাকে এই ব্যাকটেরিয়া। শুধু তাই নয়, সারাদিন ধরে যে মোবাইলে খুটখাট করতে থাকেন। সেই মোবাইলের স্ক্রিনেও বাসা বাঁধে এই ব্য়াকটেরিয়া। এই ব্যাকটেরিয়া আপনার অজান্তেই হাতের ত্বকে বাসা বাঁধতে শুরু করে। যার ফলে শুরু হয় এই চুলকানি।
কীভাবে দূর করবেন?
প্রথমেই হাতের তালু চুলকোলে ভালো করে হাত ধুয়ে নিন। এক্ষেত্রে হ্যান্ডওয়াশ বা সাবান ব্যবহার করুন।
বার বার হাত দেওয়ার অভ্যাস করুন। এতে হাতে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারবে না।
যখনই বাইরে বের হবেন সঙ্গে স্যানিটাইজার রাখুন। প্রয়োজনে সেটা ব্যবহার করুন।
আপনার ল্যাপটপ, ডেস্কটপের কিবোর্ড এবং মোবাইলের স্ক্রিন মাঝে মধ্য়েই পরিষ্কার করুন। বাজারে বিশেষ ক্লিনার পাওয়া যায়।
হাত না ধুয়ে খাবার খাবেন না। এতে আরও সমস্যা বাড়তে পারে।