চল্লিশেও লাগবে একেবারে চব্বিশ, বাড়িতেই বাজিমাত করুন এই ম্যাজিক টনিক বানিয়ে – Bengali News | Try these ani aging drink for glowing skin

ত্বকে যেন না পড়ে বয়সের ছাপ! এই সাধপূরণের জন্য হাজার হাজার টাকা দিয়ে বিউটি স্যালোঁতে নানা স্কিন ট্রিটমেন্ট, বাজার চলতি নানা ক্রিম। আর এখন তো কোরিয়ান গ্লাস স্কিন পাওয়ার তাড়নায় আরও ব্যয় করছেন মহিলারা। তবে জানেন কি, এসব না করে ঘরোয়া টোটকাতেও আপনি একই ফল পাবেন, আরও দ্রুত এবং আরও ভালো। হ্য়াঁ, আমাদের রান্নাঘরে রয়েছে এমন এক জিনিস যা কিনা ত্বকের নানা সমস্যা সরিয়ে আপনাকে একসপ্তাহে চল্লিশ থেকে চব্বিশের মতো ত্বক উপহার দেবে। আর সেই উপাদান হল, হলুদ। আর এই হলুদ দিয়ে এক ম্য়াজিক টনিক বানালেই, সব সমস্যার সমাধান।
একগ্লাস উষ্ণজলে একটু কাচা হলুদ বাটা দিয়ে, কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। দেখবেন কিছুক্ষণ পর সেই জল একবারে হলুদ হয়ে যাবে। এরপর এই হলুদ জলের মধ্যে এক চামচ মধু মিশিয়ে খালি পেটে খেয়ে নিন। এই পানীয় খান রোজ সকালে। দেখবেন এক সপ্তাহেই নজরে পড়বে আপনার ত্বকের গ্লো।
দুটো আমলকি নিন। চারটে নিন বিট। মিক্সার গ্রাউন্ডারে ভালো করে আমলকি ও বিটের জ্য়ুস বানিয়ে ফেলুন। সপ্তাহে অন্তত একবার এই জ্যুস খেয়ে নিন। বিশেষজ্ঞরা বলছেন, আমলকি ও বিটের জ্য়ুস হল ডিটক্স ড্রিঙ্ক। যা কিনা ত্বক ঝকঝক করতেও সাহায্য করে। চরম গরমে ত্বককে ভালো রাখতে এই দুটো ম্যাজিক টনিক কিন্তু খেতেই হবে।