Howrah: ‘আমরা একসঙ্গে বিষ খেয়েছি’, বাড়ি ঢুকেই বলল জামাইবাবু, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি শ্য়ালিকাও - Bengali News | Extramarital affair! Son in law commits suicide, sister in law hospitalized in critical condition - 24 Ghanta Bangla News
Home

Howrah: ‘আমরা একসঙ্গে বিষ খেয়েছি’, বাড়ি ঢুকেই বলল জামাইবাবু, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি শ্য়ালিকাও – Bengali News | Extramarital affair! Son in law commits suicide, sister in law hospitalized in critical condition

উলুবেড়িয়া: জাঁকজমক করে বিয়ে দিয়েছিল পরিবার। কিন্তু, বিয়ের পর থেকেই মন ছিল না স্ত্রীর প্রতি। উল্টে ঘনিষ্ঠতা বাড়ে নিজের শ্যালিকার প্রতি। শেষে সেই শ্যালিকার সঙ্গেই একসঙ্গে গলায় বিষ ঢালল জামাইবাবু। একসঙ্গে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের নিজেরাই আবার সে কথা জানান। আশঙ্কাজনক হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো গেল না জামাইবাবুকে। অন্যদিকে এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শ্য়ালিকা। চাঞ্চল্যকর ঘটনা উলুবেড়িয়া থানা এলাকার হাট গাছা-১ অঞ্চলের চিকনবাড় গ্রামে।

চিকনবাড় গ্রামে বাড়ি পেশায় গেঞ্জি ফ্যাক্টরির কর্মচারি তন্ময় দাসের (২৫)। বিয়ে হয়েছে বছর পাঁচেক আগে। কুলগাছিয়া মাধবপুর এলাকার এক তরুণীর সঙ্গে বিয়ে দিয়েছিল পরিবার। স্থানীয় সূত্রে খবর, বিয়ের কিছু বছরের মধ্যেই নিজের শ্যালিকার সঙ্গেই বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তন্ময়। জানাজানি হয়ে যায় পরিবারে। অশান্তিও হয়। কিন্তু, সম্পর্ক রয়েই যায় দু’জনের। 

পরিবার সূত্রে খবর, কারখানায় যাচ্ছি বলে এদিন বাড়ি থেকে বের হয়েছিল তন্ময়। সঙ্গে ছিল বাইক। ঘণ্টাখানেকের মধ্যে শ্যালিকা নিয়ে বাড়ি ফিরে আসে। জানায় বিষ খেয়েছে। কেউ শুরুতে বিশ্বাস করতে না চাইলেও কিছু সময়ের মধ্যে বমি করতে শুরু করে দেয় তন্ময়। তখনই জানায় তাঁর সঙ্গে তাঁর শ্যালিকাও বিষ খেয়েছে। পরিবারের লোকজনই দ্রুত তাঁদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তন্ময়ের মৃত্যু হয়। এখনও আশঙ্কাজনক শ্যালিকা। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *