Calcutta High Court: ফৌজদারি মামলার শুনানিতে বড় পরিবর্তন কলকাতা হাইকোর্টে, কী হবে এবার? – Bengali News | All bail applications at the pre conviction stage, anticipatory bail applications shall be heard by a single judge of Calcutta High Court
কলকাতা: দেশের অন্য কোনও হাইকোর্টে যাবতীয় ফৌজদারি মামলা শোনে সিঙ্গল বেঞ্চ। কিন্তু, কলকাতা হাইকোর্টে এতদিন তা শুনত ডিভিশন বেঞ্চ। এই ধারাই এবার পরিবর্তন হচ্ছে। দেশের অন্য হাইকোর্টগুলির মতো এবার কলকাতা হাইকোর্টেও যাবতীয় ফৌজদারি মামলা শুনবে সিঙ্গল বেঞ্চ। শুক্রবার কলকাতা হাইকোর্টের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।
কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে, এবার থেকে ফৌজদারি মামলা হবে সিঙ্গল বেঞ্চে। জামিন, আগাম জামিন মামলাও শুনবে সিঙ্গল বেঞ্চ। কলকাতা হাইকোর্টে এই প্রথম বিশেষ এই পরিবর্তন হল। হাইকোর্টের আইন অনুযায়ী, এত দিন ফৌজদারি মামলায় আগাম জামিনের আবেদন শুনত ডিভিশন বেঞ্চ। দেশের অন্য কোনও হাইকোর্টে সিঙ্গল বেঞ্চ যাবতীয় ফৌজদারি মামলা শোনে। এবার সেই পরিবর্তন এই হাইকোর্টেও।
তবে কিছু মামলা ডিভিশন বেঞ্চই শুনবে। হাইকোর্টের তরফে জানানো হয়েছে, মৃত্যদণ্ড কিং সাত বছরের বেশি কারাদণ্ডের ক্ষেত্রে রায় খারিজ কিংবা জামিনের আবেদনের শুনানি হবে ডিভিশন বেঞ্চে। সেইসব ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চে শুনানি হবে না। আগের মতোই ডিভিশন বেঞ্চে এইসব মামলার শুনানি হবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, সিঙ্গল বেঞ্চে কিছু মামলার শুনানি হলে, সেক্ষেত্রে হাইকোর্টের উপর চাপ কমবে। হাইকোর্টের এই পদক্ষেপে মামলার শুনানি ত্বরান্বিত হতে পারে।