Share Market News: ধীরে ধীরে উঠছে নিফটি ৫০, পড়ছে রেলের এই শেয়ার, সর্বনিম্ন দরে পৌঁছাল টাটা কেমিক্যালস! - Bengali News | Nifty 50 in Going Up, RITES, Tata Chemicals Touch 52 Week Low - 24 Ghanta Bangla News

Share Market News: ধীরে ধীরে উঠছে নিফটি ৫০, পড়ছে রেলের এই শেয়ার, সর্বনিম্ন দরে পৌঁছাল টাটা কেমিক্যালস! – Bengali News | Nifty 50 in Going Up, RITES, Tata Chemicals Touch 52 Week Low

0

আজ ৪ ফেব্রুয়ারি। ৩৭৮ পয়েন্ট বাড়ল নিফটি ফিফটি। ১ হাজার ৩৯৭ পয়েন্ট বাড়ল সেনসেক্স। আর এর মধ্যেই ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়ে ফেলল কাজারিয়া সেরামিকস, ইস মাই ট্রিপ, রাইটস, থ্রি এম ইন্ডিয়া ও টাটা কেমিক্যালস। ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম ছুঁল বাজাজ ফাইন্যান্স ও মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। এই ত্রৈমাসিক ফলাফলে দেখা গিয়েছিল ২৫০ শতাংশ বেড়েছে বিশাল মেগা মার্টের প্রফিট। আর তারপরই আজ প্রায় সাড়ে ৮ শতাংশ বেড়েছে সংস্থার শেয়ারের দাম।

আজ বাড়ল যারা:

আজ সর্বোচ্চ ২০ শতাংশ বেড়েছে ভারত বিজলির শেয়ারের দাম। একই সঙ্গে ২০ শতাংশ বেড়েছে কোয়াড্র্যান্ট ফিউচার টেকের শেয়ারের দামও। এ ছাড়াও বেড়েছে সোনম লিমিটেড, কল্যাণ জুয়েলার্স ও নুভামা ওয়েলথ ম্যানেজমেন্টের শেয়ারের দাম।

আজ পড়ল যারা:

আজ বাজার একটু চাঙ্গা হলেও পড়েছে একাধিক সংস্থা। সর্বোচ্চ ১২.৭১ শতাংশ পড়েছে টমাস কুক ইন্ডিয়া লিমিটেড। এ ছাড়াও পড়েছে বিষ্ণু প্রকাশ আর পুংলিয়া, শঙ্করা বিল্ডিং প্রোডাক্টস, ত্রিবেণী টার্বাইন ও মির্জা ইন্টারন্যাশনালের শেয়ারের দাম।

বাজারের টুকরো খবর:

  • আজ ডিভিডেন্ড দিল সুন্দরম ফাইন্যান্স। শেয়ার প্রতি ৩ টাকা ৭০ পয়সা ডিভিডেন্ড দিল তারা।
  • শেয়ার প্রতি ৪ টাকা ডিভিডেন্ড দিল ইমামি।
  • শেয়ার প্রতি ৭৫ পয়সা ডিভিডেন্ড দিল ওরিয়েন্ট ইলেকট্রিক।
  • শেয়ার প্রতি ২ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড দিয়েছে কেপিআইটি টেক (KPIT Tech)
  • আজ ত্রৈমাসিক ফলাফল প্রকাশ হয়েছে একাধিক সংস্থার। যার মধ্যে বাজাজ ইলেকট্রিক্যাল, টাইটান, কাজারিয়া সেরামিকস, ওয়ার্লপুল ইন্ডিয়া, কির্লোস্কার ফেরোয়াস, ম্যাক্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, বিড়লা কর্পোরেশন, টাটা পাওয়ার, এশিয়ান পেন্টস, মুথুট ক্যাপিটাল সার্ভিসেস, সাফারি ইন্ডাস্ট্রিস, জেকে টায়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, জাইডাস ওয়েলনেস, ধনলক্ষ্মী ব্যাঙ্ক, জেএসডব্লিউ হোল্ডিংস, টরেন্ট পাওয়ার, জিপিটি ইনফ্রাপ্রোজেক্টস, রতনইন্ডিয়া এন্টারপ্রাইস, ভি মার্ট রিটেল, ক্যুইক হিল টেক, নিভা বুপা হেলথ ইন্সিওরেন্স, মোবিক্যুইক ও খইতান উল্লেখযোগ্য।

*৪ ফেব্রুয়ারি বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x