PM Modi: 'পকেটে সংবিধান রেখে ঘোরেন, অথচ মুসলিম মহিলাদের...', সংসদে তোপ মোদীর - Bengali News | 'We have given Muslim women their rights by ending triple talaq', says PM Narendra Modi - 24 Ghanta Bangla News

PM Modi: ‘পকেটে সংবিধান রেখে ঘোরেন, অথচ মুসলিম মহিলাদের…’, সংসদে তোপ মোদীর – Bengali News | ‘We have given Muslim women their rights by ending triple talaq’, says PM Narendra Modi

0

সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি: বিভিন্ন সময় সংবিধানের কপি হাতে নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন রাহুল গান্ধী। এবার সংবিধানের কপিকে ‘পকেটে’ রাখা নিয়েই লোকসভার বিরোধী দলনেতাকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনার জবাবি বক্তৃতায় কেন্দ্রীয় সরকারের একের পর এক পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। সেইসময় তিন তালাক নিষিদ্ধ করা নিয়ে কেন্দ্রের পদক্ষেপের কথা তুলে ধরে রাহুলকে খোঁচা দিলেন মোদী।

তিন তালাক প্রথা অসাংবিধানিক ঘোষণা করে ২০১৯ সালের অগস্টে তিন তালাক বিরোধী বিল সংসদে পাশ করে মোদী সরকার। এদিন সংসদে সেই প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী। রাহুল গান্ধীকে খোঁচা দেন। লোকসভা নির্বাচনের আগে থেকে বিভিন্ন সময় রাহুলের হাতে সংবিধানের কপি দেখা গিয়েছে। সংবিধান রক্ষার ডাকও দেন তিনি। এদিন রাহুলের নাম না নিয়েই মোদী বলেন, “তিন তালাক প্রথা শেষ করে মুসলিম মহিলাদের তাঁদের প্রাপ্য অধিকার দিয়েছে আমাদের সরকার। যাঁরা সংবিধানকে পকেটে রেখে ঘোরেন, জানেন না কীভাবে মুসলিম মহিলাদের সারাজীবন যন্ত্রণা বয়ে বেড়াতে বাধ্য করেছিলেন তাঁরা।”

এদিন নাম না করে গান্ধী পরিবারকে তীব্র আক্রমণ করেন মোদী। কখনও নাম না করে রাজীব গান্ধীর কথা বললেন। কখনও ইন্দিরা গান্ধীকে আক্রমণ করলেন। রাজীব গান্ধীর নাম না নিয়ে মোদী বলেন, একজন প্রধানমন্ত্রী বলেছিলেন, কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের জন্য এক টাকা বরাদ্দ করলে ১৫ পয়সা তাঁদের কাছে পৌঁছয়। তাহলে বাকি পয়সা কোথায় যেত? তখন তো একটাই দল ক্ষমতায় ছিল বলে মোদী মন্তব্য করেন।

এই খবরটিও পড়ুন

এদিন মোদী বলেন, “পাঁচ দশক আগে থেকে গরিবি হটাও স্লোগান শুনেছেন মানুষ। আর এখন ২৫ কোটি মানুষ দারিদ্রসীমার কবল থেকে মুক্তি পেয়েছেন।”

এদিন সংসদে ১ ঘণ্টা ৪০ মিনিট বক্তব্য রাখেন মোদী। সেখানে গান্ধী পরিবার ছাড়াও আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরীবালকে তিনি আক্রমণ করেন। তবে কেজরীবাল কিংবা আপের নাম নেননি তিনি। আগামিকাল দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগে সংসদ থেকে নাম না করে আপকে প্রধানমন্ত্রীর আক্রমণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে রাজনৈতিক মহল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x