Ashwini Vaishnaw: মেক ইন ইন্ডিয়াই বদলে দিয়েছে ভারতের উৎপাদন ক্ষেত্রের চিত্র: অশ্বিনী বৈষ্ণব - Bengali News | From just 2 mobile manufacturing units in 2014 to over 300 today, the sector has expanded rapidly: Ashwini Vaishnaw - 24 Ghanta Bangla News

Ashwini Vaishnaw: মেক ইন ইন্ডিয়াই বদলে দিয়েছে ভারতের উৎপাদন ক্ষেত্রের চিত্র: অশ্বিনী বৈষ্ণব – Bengali News | From just 2 mobile manufacturing units in 2014 to over 300 today, the sector has expanded rapidly: Ashwini Vaishnaw

0

নয়াদিল্লি: মাত্র এক দশকে বদলে গিয়ে ভারতে মোবাইল ও ইলেকট্রনিক্স উৎপাদনের চিত্র। ২০১৪ সালে ভারতে মাত্র দুটি মোবাইল উৎপাদন কেন্দ্র ছিল। সেটাই এখন ৩০০-র বেশি হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়ার উদ্যোগের ফলেই এটা সম্ভব হয়েছে। ভারতে উৎপাদন দ্রুতগতিতে বাড়ার পিছনে বড় অবদান রয়েছে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের।

অশ্বিনী বৈষ্ণব জানান, ২০১৩-১৪ অর্থবর্ষে ভারতে মোবাইল ফোন উৎপাদন হত ১৮ হাজার ৯০০ কোটি টাকার। আর ২০২৩-২৪ অর্থবর্ষে সেই পরিমাণ বেড়ে হয়েছে ৪ লক্ষ ২২ হাজার কোটি টাকা। গত এক দশকে দেশে মোবাইল উৎপাদন ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১২ লক্ষের কর্মসংস্থান হয়েছে।

তাঁর বক্তব্য, ১৯৫০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত নিয়ন্ত্রণমূলক নীতির ফলে ভারতে উৎপাদন হত না। মেক ইন ইন্ডিয়া সেই ট্রেন্ডকে পুরো ঘুরিয়ে দিয়েছে।

এই খবরটিও পড়ুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x