৫১ ফুটের সরস্বতী রানাঘাটে, ১১২ ফুটের দুর্গা না হওয়ার আফসোস কিছুটা মিটল, বাংলার মুখ

নদিয়ার রানাঘাটের সেই দুর্গাপুজোর আয়োজনের কথা মনে আছে? সকলেরই ইচ্ছে ছিল ১১২ ফুটের দুর্গামূর্তি তৈরি হবে। কিন্তু শেষ পর্যন্ত নানা জটিলতার জেরে সেই মূর্তি করা সম্ভব হয়নি। তবে হাল ছাড়েনি রানাঘাট। এবার সংগ্রামী সংঘ ৫১ ফুটের সরস্বতীর মূর্তি তৈরি করল। রজত জয়ন্তী বর্ষে এই বিরাট সরস্বতীর মূর্তি। তবে এবার আর প্রশাসনিক সমস্যা সেভাবে হয়নি। তবে এই প্রতিমা দেখতে ভিড় ভালোই হচ্ছে।
প্রায় চারমাস ধরে এই প্রতিমা তৈরি হয়েছে। পুরোটাই ফাইবার দিয়ে তৈরি। অপূর্ব দেখতে এই মূর্তি।
রানাঘাটের কামালপুর অভিযান সঙ্ঘ। সেবার তারা ভেবেছিল বাংলার সবচেয়ে বড় দুর্গা মূর্তি তৈরি করবে। সেই মতো বড় প্রস্তুতি চলেছিল। বিরাট এলাকায় তৈরি হচ্ছিল মূর্তি। কিন্তু এই মূর্তি তৈরি হলে বিরাট ভিড় হতে পারে। তাতে বড় বিপদ হতে পারে। কারণ ২০১৫ সালে দেশপ্রিয় পার্কে ৮৮ ফুটের দুর্গা প্রতিমা তৈরি হয়েছিল। আর তাতে যা ভিড় যে পঞ্চমী থেকেই মণ্ডপে প্রবেশ বন্ধ করা হয়েছিল। সেকারণেই রানাঘাটের কামালপুরে কোনও বিপদ হোক, পদপিষ্টের ঘটনা হোক এটা চায়নি পুলিশ প্রশাসন। সেকারণে সেই বিরাট দুর্গার মূর্তির প্রদর্শনের অনুমতি মেলেনি।
তবে এবার ৫১ ফুটের মূর্তিতে অনুমতি মিলেছে। নদিয়া অন্যতম বড় সরস্বতী পুজো হিসাবে গণ্য হচ্ছে এখানকার সরস্বতী পুজো। কার্যত অন্য ক্লাব গড়লেও রানাঘাটের সেই ১১২ ফুটের দুর্গার অনুমতি না মেলার আফসোস কিছুটা হলেও মিটল এতদিন পরে।