বজবজে বড় ধরনের মধুচক্রের হদিশ পেল জেলা পুলিশ, গ্রেফতার করা হয়েছে ১৭ জনকে - 24 Ghanta Bangla News

বজবজে বড় ধরনের মধুচক্রের হদিশ পেল জেলা পুলিশ, গ্রেফতার করা হয়েছে ১৭ জনকে

0

ঘটেছিল একরকম বিষয়। আর তার তদন্তে নেমে পুলিশ পেল বড় মধুচক্রের হদিশ। যা নিয়ে এখন তোলপাড় কাণ্ড শুরু হয়েছে। গৃহবধূকে কটূক্তি করা হয়েছিল বলে একটি অভিযোগ ওঠে। সেই অভিযোগ দায়ের হয় পুলিশে। যার ভিত্তিতে দক্ষিণ ২৪ পরগনার বজবজে তদন্তে নেমেছিল পুলিশ। কিন্তু বধূকে কটূক্তির তদন্তে নেমে যে বড় ধরনের মধুচক্রের হদিশ মিলবে সেটা কল্পনাও করতে পারেননি পুলিশ অফিসাররা। সেখানে গিয়ে মধুচক্রের বড় হদিশ পেয়ে তাজ্জব বনে যান তাঁরা! এই মধুচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ১৭ জনকে।

স্থানীয় সূত্রে খবর, বজবজ থানার অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্র কানন শিশু উদ্যানের ঠিক পাশে বহুদিন ধরেই মধুচক্রের রমরমা কারবার চলছিল। দিনের বেলায় কলেজ ছাত্রীরা এখানে আসত বলে অভিযোগ। আর রাতের বেলায় আসত নানা জায়গা থেকে গৃহবধূরা। এখানেই সোমবার স্থানীয় এক গৃহবধূকে এক ব্যক্তি কটূক্তি করে। আর অশ্লীল অঙ্গভঙ্গি করে। ওই বধূ প্রতিবাদ করলে কুপ্রস্তাব দেওয়া হয়। তখন তা সহ্য করতে না পেরে পুলিশে অভিযোগ জানান ওই বধূ। সেই তদন্তে নেমেই মধুচক্রের হদিশ মিলল।

আরও পড়ুন:‌ নদিয়া ছাড়া আরও দুই জেলায় বিএসএফকে জমি দিল রাজ্য সরকার, বড় পদক্ষেপ সুরক্ষায়

এখানে নানা কলেজ রয়েছে। তারপর দারিদ্রতা আছে। সেই সুযোগ নিয়েই যুবতীদের দেহব্যবসায় নামানো হয় বলে সূত্রের খবর। দুপুরে আনাগোনা শুরু হয় কলেজের কিছু যুবতীদের বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা তেমনই অভিযোগ করছেন এখন। আবার সন্ধ্যা নামলেই নানা এলাকা থেকে গৃহবধূরা এখানে আসতে শুরু করে। বাইরের অনেক লোক এসে প্রায়ই আশেপাশের যুবতী এবং বধূদেরকে কটুক্তি করত। এবার সেটা পৌঁছে গিয়েছে বজবজ থানার পুলিশের কাছে। যদিও পুলিশের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগে এই নিয়ে নানা সময়ে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু কোনও ব্যবস্থা নেয়নি।

এবার মধুচক্রের আসর থেকে রিঙ্কি বিবি–সহ ৫ মহিলা এবং ১২ জন পুরুষকে বজবজ থানার পুলিশ গ্রেফতার করেছে। সূত্রের খবর, এক প্রভাবশালী নেতার শ্যালিকা এই দেহ ব্যবসার কারবারের সঙ্গে যুক্ত। তাতে আরও উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। তাই আগে বহুবার অভিযোগ করা সত্ত্বেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। যদিও ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে খবর, আগে কেউ কখনই বজবজ থানায় লিখিত কোনও অভিযোগ জানাননি মধুচক্রের বিষয়ে। গ্রেফতার হওয়াদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং তাদের আলিপুর আদালতে পাঠানো হয়েছে। রিঙ্কি বিবির ঘর ভাড়া করেই মোট চারজন দালাল এই মধুচক্র চালাচ্ছিল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x