তিস্তায় ভেসে উঠছে ঝাঁকে ঝাঁকে মাছ! জলে বিষ? বাড়ছে রহস্য, ব্যাগ হাতে ছুঁটলেন অনেকেই, বাংলার মুখ - 24 Ghanta Bangla News

তিস্তায় ভেসে উঠছে ঝাঁকে ঝাঁকে মাছ! জলে বিষ? বাড়ছে রহস্য, ব্যাগ হাতে ছুঁটলেন অনেকেই, বাংলার মুখ

0

ঘটনা জলপাইগুড়ির সারদাপল্লীর ২ নম্বর স্পার এলাকার। সেখানে তিস্তা নদীর জলে ঝাঁকে ঝাঁকে ভেসে উঠছে মাছ। মরা মাছ এভাবে নদীর জলে ভেসে ওঠা নিয়ে নানান আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে, মাছকে ব্যাগে পুরতে অনেকেই নদীর দিকে ব্যাগ নিয়ে ছুটলেন। তবে গোটা বিষয়টি ঘিরে রহস্য থেকেই যাচ্ছে। জানা গিয়েছে, মৎস্য দফতরের তরফে তদন্ত শুরু হয়েছে।

বোরলি, খোকসা, আর, বোয়াল-সহ বিভিন্ন প্রজাতির মাছ মৃত অবস্থায় তিস্তার জলে মঙ্গলবার সকাল থেকে ভেসে উঠতে দেখা যায়। গোটা ঘটনার কারণ ঘিরে রহস্য জানা বাঁধে। কোনও চূড়ান্ত কিনারায় এই নিয়ে পৌঁছানো না গেলেও, কেন এমনভাবে মরা মাছ ভেসে উঠছে, তা নিয়ে রয়েছে রহস্য। এদিকে, মাছ এভাবে জলে উঠে আসছে, এমন খবর আসতেই সেই মাছকে ব্যাগে পুরে ঘরে নিয়ে যেতে অনেকেই ছুটে আসেন। ব্যাগে পুরেও ফেলেন অনেকে। তবে এই মাছ কি খাওয়া নিরাপদ? প্রশ্ন থেকেই যাচ্ছে।

( Imran Khan Letter to Pak Army Chief: ‘সন্ত্রাস বাড়ছে কারণ..’ পাকিস্তানের সেনা প্রধানকে জেল থেকে চিঠি ইমরানের)

এদিকে, কোন ঘটনা থেকে এভাবে মাছ এভাবে মারা যাচ্ছে, তা নিয়ে স্থানীয়দের আশঙ্কা, নদীর জলে মিশে থাকতে পারে বিষ। তাঁদের মতে নদীর জলে বিষ দেওয়ার ফলেই এভাবে মরা মাছ উঠে আসছে জলে। স্থানীয়দের দাবি, এটা দুষ্কৃতীদের কীর্তি। জলে বিষ বা কীটনাশক কোনও রাসায়নিক মিশেছে বলে তাঁদের ধারণা। মৎস্য দপ্তরের আধিকারিক অম্লান দাসগুপ্ত ঘটনাস্থলে গিয়েছেন বলে খবর। শুরু হয়েছে তদন্ত। তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখছি। নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা না করে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তিনি সাফ বার্তায় বলেন, সাধারণ মানুষকে এই ধরনের মাছ থেকে নিষেধ করা হচ্ছে। প্রশ্ন উঠছে, তিস্তার জলে যদি কীটনাশক রাসায়নিক বা বিষ মেশানো হয়ে থাকে, তাহলে সেই জল ঘিরেও আশপাশের মানুষের জন্য কোনও উদ্বেগ রয়েছে কি? এদিকে, নদীতে মাছ ভেসে ওঠার খবরে, অনেকেই নদীতে নেমে মাছ তুলে ব্যাগে পুরে বাড়ি নিয়ে যাচ্ছেন। এক স্থানীয় জানিয়েছেন, তিনি কেজি দেড়েকের মাছ পেয়েছেন। মূলত, কী থেকে এমন ঘটনা ঘটেছে, তা নিয়ে রহস্য বাড়ছে। ইতিমধ্যেই নদীর জল ও মৃত মাছের নমুনা সংগ্রহ করেছেন মৎস্য দপ্তরের আধিকারিকরা। তাঁদের পরীক্ষারই মূল কারণ স্পষ্ট হবে বলে আশা।  

 

 

 

 

 

 

 

 

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x