এবার পান–গুটকার পিক ফেলে নোংরা করলে বড় অঙ্কের ফাইন, বিল আনছে মমতার সরকার

একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নেতা–মন্ত্রীরা অভিযোগ তুলতেন বিজেপি বাইরে থেকে লোক নিয়ে আসছে। আর তারা বাংলায় এসে পান–গুটকা খেয়ে বাংলার মাটিতে থুতু ফেলে নোংরা করছে। আর এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পান–গুটখা খেয়ে যত্রতত্র থুতু ফেললে বড় অঙ্কের টাকা জরিমানা দিতে হবে। আর একটা নতুন আইনও আনা হচ্ছে। আজ, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেই গাড়ি চালিয়ে যাওয়ার সময় কাচ নামিয়ে পরিষ্কার রাস্তা নোংরা করেন। এখন থেকে তাঁরা সাবধান। কারণ শহরকে পরিষ্কার–পরিচ্ছন্ন রাখতে আরও কড়া হচ্ছে রাজ্য সরকার। যত্রতত্র থুতু ফেললেই দিতে হবে বড় অঙ্কের জরিমানা।
এদিকে চলতি বাজেট অধিবেশনে এই নিয়ে কড়া বিল আনছে রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তার পরেই এই বিলের কথা জানা গিয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি বাজেট অধিবেশন আছে। সেখানেই এই বিল পেশ হবে বলে সূত্রের খবর। এই বিষয়ে ২০০১ সালেই আইন প্রণয়ন করা হয়েছিল। ‘দ্য ওয়েস্ট বেঙ্গল প্রোহিবিশন অফ স্মোকিং অ্যান্ড স্পিটিং অ্যান্ড প্রোটেকশন অফ হেল্থ অফ নন–স্মোকারস অ্যান্ড মাইনর অ্যাক্ট, ২০০১’ অনুযায়ী, প্রথমবার প্রকাশ্যে থুতু বা গুটখার পিক ফেললে ১,০০০ টাকা জরিমানা। দ্বিতীয়বার ধরা পড়লে জরিমানার পরিমাণ ২,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে। এই আইনও আরও কড়া করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: বজবজে বড় ধরনের মধুচক্রের হদিশ পেল জেলা পুলিশ, গ্রেফতার করা হয়েছে ১৭ জনকে
অন্যদিকে সম্প্রতি এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতই চটেছেন যে তিনি মনে করছেন, এই আইন যথেষ্ট নয়। তাই আরও কঠোর করতে হবে নিয়ম এবং আই। যাতে করে দিতে পারা যায় কড়া শাস্তি। তবেই বদলাতে পারে কলকাতার এই ছবি বলে মনে করেন মুখ্যমন্ত্রী। এই কথাই মন্ত্রিসভার বৈঠকে বলেছেন তিনি বলে সূত্রের খবর। আজ, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়েছেন, এই সমস্যা নিয়ন্ত্রণ করতে আরও কঠোর আইন আনা যায় কিনা এবং জরিমানার অঙ্ক বাড়ানো সম্ভব কিনা সেটা পর্যালোচনা করতে হবে। মুখ্যসচিবকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন।
এছাড়া ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগে ভোট অন অ্যাকাউন্ট করতে হবে। তাই সব বিষয়কে সামনে রেখে কড়া পদক্ষেপ করতে চাইছে রাজ্য সরকার। সম্প্রতি এই নিয়ে কড়া পদক্ষেপ করেছে মুম্বই, পুণে, তেলাঙ্গানা। জরিমানাও করা শুরু হয়েছে। এবার সেই পথেই হাঁটতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।