‘আমি মুসলমান, তবে নমস্কারের ক্ষমতা সেদিন বুঝি’, কোন পরিস্থিতির মুখে পড়েছিলেন আমির? – Bengali News | When aamir khan shared that how he came to know the power of namaskar

তিনি আমির খান। বলিউডে মেথডঅ্যাক্টর বলেই পরিচিত। তিনি নামে নন, চিত্রনাট্যের চরিত্র হয়েই বাঁচতে পছন্দ করেন। তাই প্রতিটা ছবি থেকে তাঁর কিছু না কিছু পাওয়ার থাকে। কোনও চরিত্রই তিনি বিশেষ বৈশিষ্ট্য ছাড়া পর্দায় উপস্থাপন করেন না। চোখ-কান খোলা রেখে চারপাশের পরিবেশ, মানুষকে প্রতি নিয়ত পর্যবেক্ষণ করে যা-যা গ্রহণ করার করে নেন। নেটফ্লিক্সে দ্য কপিল শর্মা শো-এ এসে নিজের সেই সকল অভিজ্ঞতার কথাই শেয়ার করেন আমির খান। তেমনই ‘রং দে বসন্তী’ ছবিও তাঁকে এক বড় শিক্ষা দিয়ে যায়। যা তিনি আজও আগলে রেখেছেন। আর তা হল নমস্কারের ক্ষমতা।
তাঁর ধর্ম ইসলাম। তিনি হাত তুলে সেলামে অভ্যস্থ। মাথা নীচু করে স্বাগত জানান। অন্য দিকে হিন্দুদের রেওয়াজ হাতজোড় করে সম্বোধন করা। তিনি রং দে বসন্তী ছবির পর এই নমস্কারের ক্ষমতা বুঝেছিলেন। ঠিক কী ঘটেছিল অভিনেতার সঙ্গে? আমির খানের কথায়, “পঞ্জাবে আমরা টানা আড়াই মাস এই ছবির শুট করেছিলাম। গ্রামের ভিতর দিয়ে যেত আমাদের গাড়ি। প্রতিদিন ভোর ছ’টায় লাইন দিয়ে ঢুকত গাড়ি, আবার সন্ধ্যা ছ’টায় ফিরত। বিশ্বাস করবেন না, কেউ আমাদের বিরক্ত করত না। সকলে বাড়ির দরজার সামনে বেরিয়ে আসতেন, হাতজোড় করে দাঁড়িয়ে থাকতে, সুপ্রভাত বলতেন। আবার ঠিক ফেরার সময় একই ছবি। সকলে বেরিয়ে আসতেন, রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকতেন হাতজোড় করে, শুভরাত্রী বলতেন। আমি মুসলমান, হাতজোড় করার অভ্যাস আমার নেই। আমরা মাথা নীচু করে সকলকে স্বাগত জানাই। সেই সময় আমি বুঝেছিলাম এই হাতজোড় করার ক্ষমতা।”