TMC: 'তোর দাদা কোথায়?', বলেই তৃণমূল কর্মীর ভাই, মাকে এলোপাথাড়ি কোপ, ভয়ঙ্কর ঘটনা বেলেঘাটায় - Bengali News | TMC worker's mother and brother attacked by goon in Kolkata, allegation of ruling party's inner clash - 24 Ghanta Bangla News

TMC: ‘তোর দাদা কোথায়?’, বলেই তৃণমূল কর্মীর ভাই, মাকে এলোপাথাড়ি কোপ, ভয়ঙ্কর ঘটনা বেলেঘাটায় – Bengali News | TMC worker’s mother and brother attacked by goon in Kolkata, allegation of ruling party’s inner clash

0

আক্রান্ত তৃণমূল কর্মীর মা ও ভাই

কলকাতা: শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে এবার উত্তপ্ত খাস কলকাতার বেলেঘাটা। তৃণমূল কর্মীকে বাড়িতে না পেয়ে তাঁর বৃদ্ধা মা এবং ভাইকে চপার দিয়ে কোপানোর অভিযোগ। স্থানীয় প্রোমোটার আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে আক্রান্ত পরিবার।

সোমবার হামলার শিকার হয়েছেন ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী বাপি দাসের মা শিবানী দাস ও ভাই সুময় দাস। বাপি দাসের অভিযোগ, স্থানীয় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে গোষ্ঠী অলোক দাসের ঘনিষ্ঠ তিনি। তাই, দলের বিরুদ্ধ গোষ্ঠী তাঁর পরিবারের উপর হামলা চালিয়েছে। তাঁর অভিযোগ, বিধায়ক ঘনিষ্ঠ প্রোমোটার রাজু নস্কর ও তাঁর দলবল তাঁকে দীর্ঘদিন ধরে বাড়ি খালি করার জন্য বিভিন্নভাবে হুমকি দিচ্ছিল। ভয় দেখাচ্ছিল। কিন্তু, ভয় না পেয়ে তিনি প্রতিবাদ করেন।

বাপি দাসের ভাই সুময় দাস বলেন, এদিন দুপুরে তাঁর দাদা বাড়িতে ছিলেন না। সেইসময় রাজু নস্কর আশ্রিত দুষ্কৃতী সৌরভ দাস রাসমণি বাজার এলাকায় তাঁদের বাড়িতে চপার নিয়ে চড়াও হয়। তাঁর দাদা কোথায় জানতে চায়। সুময় বলেন, “আমি তখন সৌরভ দাসকে বলি, কী বলার আছে আমায় বলো। তখন চপার বের করে আমার ও মায়ের উপর হামলা চালায়।” এলোপাথাড়ি চপার চালাতে থাকে। তাঁর হাতে, কানে এবং তাঁর মায়ের হাতে চোট লেগেছে বলে জানান সুময়। বেলেঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা।

এই খবরটিও পড়ুন

বাপি দাসের পরিবারের অভিযোগ অবশ্য খারিজ করে দিলেন স্থানীয় বিধায়ক ঘনিষ্ঠ প্রোমোটার রাজু নস্কর। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এই ঘটনার সঙ্গে আমি জড়িত নই। ওদের পারিবারিক ব্যাপার।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x