Rail: জমি জটে আটকে বাংলার বরাদ্দ, মমতার হস্তক্ষেপ চাইলেন রেলমন্ত্রী – Bengali News | Rail minister ashwini vaishnaw claims, work is delayed in west bengal bacause of land problem

অশ্বিনী বৈষ্ণব ও মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook
নয়া দিল্লি: আইনশৃঙ্খলা এবং জমি অধিগ্রহণের সমস্যার কারণে আটকে আছে পশ্চিমবঙ্গের একাধিক রেল প্রোজেক্ট। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নদিয়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর-সহ একাধিক জেলায় জমি অধিগ্রহণের কারণে রেল প্রকল্প আটকে রয়েছে বলে দাবি করছেন বৈষ্ণব। তাঁর বক্তব্য, বাংলার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে তাঁরা শুধুমাত্র আবেদন করতে পারেন।
রেলমন্ত্রীর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ইউপিএ জমানায় পশ্চিমবঙ্গে রেলের যা বরাদ্দ হতো, তার থেকে তিনগুণ বেশি বরাদ্দ করা হয়েছে। হিসাবের খতিয়ান তুলে ধরেন তিনি। তাঁর কথায়, এ রাজ্যের জন্য ১৩ হাজার ৯৫৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রেলওয়ের তরফে পশ্চিমবঙ্গে ৬৮ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। রাজ্যে ১০১টি স্টেশন অমৃত স্টেশন প্রকল্পে পুননির্মাণ করা হচ্ছে। এ রাজ্যে নতুন অমৃত ভারত ট্রেন শুরু হতে চলেছে। রাজ্যে ১ হাজার ২৯০ কিলোমিটার নতুন ট্র্যাক তৈরি হয়েছে। ১৯৮২ সালে কলকাতা মেট্রো প্রোজেক্ট শুরু হয়েছে। গত ৪২ বছরে ২৮ কিলোমিটার ট্র্যাক তৈরি হয়েছে। গত ১০ বছরে ৩২ কিলোমিটার ট্রাক তৈরি হয়েছে। ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রেও জমি জট রয়েছে।
সাংবাদিক বৈঠকে রেলমন্ত্রী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন এক সময়। সেই সময়ের সঙ্গে যদি তুলনা করা হয়, তার থেকেও তিন গুণ বেশি বরাদ্দ করা হয়েছে। রেলওয়ের তরফে পশ্চিমবঙ্গে ৬৮ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। রেলের কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হল জমি অধিগ্রহণ। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার অনুরোধ এই বিষয়ে পদক্ষেপ করুন।”