Madan Mitra: হাওয়া বুঝেই ১৮০ ডিগ্রি ঘুরে এবার বক্সীকে চিঠি মদনের, বাংলায় লিখলেন… – Bengali News | Tmc mla madan mitra writes letter to subrata bakshi and seeks apology for his comments

কলকাতা: তাঁর একাধিক মন্তব্যে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়েছে। অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসকদলও। এই পরিস্থিতিতে কামারহাটির বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে তৃণমূল কড়া পদক্ষেপ করতে পারে বলে জল্পনা ছড়িয়েছে। আর সেই জল্পনার মধ্যে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে চিঠি লিখলেন মদন মিত্র। তাঁকে ভুল না বুঝে ক্ষমা করার জন্য বললেন। একইসঙ্গে তাঁর দাবি, সংবাদমাধ্যমের একাংশে তাঁর বক্তব্য বিকৃতভাবে প্রকাশিত হয়েছে।
সোমবার বাংলায় দলের রাজ্য সভাপতিকে চিঠি লেখেন কামারহাটির বিধায়ক। চিঠিতে মদন লিখেছেন, সাম্প্রতিককালে তাঁর দুটি মন্তব্য সংবাদমাধ্যমের একাংশে বিকৃতভাবে প্রকাশ করা হয়েছে। এতে দল ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরই কামারহাটির বিধায়ক লেখেন, “আমাদের সকলের সভানেত্রী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মর্মাহত হয়েছেন। এর জন্য আমি লিখিতভাবে দুঃখপ্রকাশ করছি। এবং দলকে অনুরোধ করছি, আমায় ভুল না বুঝে ক্ষমা করার জন্য।”