Kunal Ghosh: কান্না না নাটক! কুণাল বললেন, ‘জানে কী করলে ব্রেকিং নিউজ হবে’ – Bengali News | Kunal Ghosh claims girl student was not crying actually, it was drama

কলকাতা: কলেজ ছাত্রীর কান্নাকে ‘নাটক’ বলে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। যোগেশ চন্দ্র ল কলেজে সরস্বতী পুজো নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা সামলাতে রবিবার সেখানে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই সময় মন্ত্রীর সামনেই কলেজের পরিস্থিতির কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন এক ছাত্রী। আর সেটা নাকি নাটক! এমনটাই দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
যোগেশ চন্দ্র কলেজের বিতর্ক সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে কুণাল ঘোষ বলেন, “কলেজ নিয়ে যা দেখানো হচ্ছে, তা ডাঁহা মিথ্যা। এক বিল্ডিং-এ একাধিক কলেজ আছে। রেষারেষি হতেই পারে।” তাঁর দাবি, পুজো করতে কেউ নিষেধ করেনি,
পুজোটা কারা করবে, এটা নিয়ে সমস্যা।
ব্রাত্য বসুর সামনে যেভাবে ওই ছাত্রী কেঁদেছেন, সেই প্রসঙ্গে কুণাল বলেন, “খোঁজ নিলে দেখবেন, যিনি কান্নাকাটি করেছেন, তিনি হয়ত কলেজের নাটকেও কান্নার পাঠ করেন। যে কোনও কারণে কেঁদে ফেললেই হল! এতগুলো ক্যামেরা দেখেছে। জানে কোনটা বললে, আর কী করলে চারটে ব্রেকিং নিউজ হবে। কারও পরামর্শে সেটা করেছে। পরেরবার নাটকে দেখবেন কান্নার রোল করবে।”