Divorce Hotel: শুক্রবার যাবেন যুগলে, রবিবার বেরোবেন একা! এই হোটেলে উঠলে ডিভোর্স পাক্কা, কোথায় আছে? – Bengali News | Netherlands base businessman Jim Hafens started new Divorce hotel for couples to get divorced in weekend

এই আজব হোটেল আপনাকে সম্পূর্ণ ডিভোর্স প্যাকেজের সুবিধা দেয়। অর্থাৎ ডিভোর্সের জন্য যা যা প্রয়োজন, যেমন ধরুন আইনজীবীদের দল, মধ্যস্থতাকারী সবকিছুই। এক কথায় বললে বিবাহ বিচ্ছেদের পরিবেশ গড়ে দেয় এই হোটেল।