Bike Accident: সরস্বতী পুজোর রাতেই চার বন্ধুর মর্মান্তিক পরিণতি, বাঁচানো গেল না কাউকেই – Bengali News | Bike accident at Nadia at the night, 4 riders died

নদিয়া: রাতের অন্ধকারে ভয়াবহ ঘটনা। রবিবার একাধিক জায়গায় পালিত হয়েছে সরস্বতী পুজো। আর সেই রাতেই মৃত্যু হল চার বন্ধুর। বাইকে চেপে চারজন একসঙ্গে বাড়ি ফিরছিলেন সেই সময় এই দুর্ঘটনা ঘটে। কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। নদিয়ার তেহট্টের ঘটনা। শোকের ছায়া নেমে এসেছে চার বন্ধুর পরিবারে।
নদিয়ার তেহট্টের কানাইখালি বাজারের কাছে ঘটনাটি ঘটে। মৃত চার বন্ধুর নাম মনীশ বিশ্বাস (১৮), দীপ মণ্ডল (২০), সুমন মণ্ডল (১৬) ও তন্ময় বিশ্বাস (১৮)। এরা সবাই আঁশ তুল্লানগরের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকে চারজন বন্ধু একসঙ্গে ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি একটি গাছে ধাক্কা মারে। ছিটকে পড়েন চার আরোহী। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। বাকি বাকি দু’জনকে শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁদের।
সবিস্তারে আসছে…