Bangaon: জল-জ্যান্ত মানুষ, দিব্যি হেঁটে-চলে বেড়াচ্ছেন, তাঁকেই মৃত দেখিয়ে জমি হাতানোর চেষ্টা? – Bengali News | Bangaon: Allegation of making fake Warishan certificate of living person as dead in Bangaon

বনগাঁ: জীবিত লোককে মৃত দেখিয়ে জাল ওয়ারিশান সার্টিফিকেট বানানোর অভিযোগ। কোটি টাকার সম্পত্তি হাতানোর চেষ্টা। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের পঞ্চায়েতের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার নরহরিপুরের।
জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা শঙ্কর বিশ্বাস। গত ১৭ই জানুয়ারি ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতে একটি লিখিত অভিযোগ জানান। তাঁর দাবি, তিনি জীবিত থাকা সত্ত্বেও তাঁকে মৃত দেখিয়ে ওয়ারিশান সার্টিফিকেট তোলা হয়েছে। তাঁর জমি হাতানোর চেষ্টা করছে কয়েকজন ব্যক্তি। এই অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে ছয়ঘড়িয়া পঞ্চায়েত। তাঁরা তদন্ত করে দেখতে পায়, ওয়ারিসান সার্টিফিকেটে শঙ্কর বিশ্বাসকে মৃত দেখানো হয়েছে। এমনকী,পঞ্চায়েত প্রধানের স্বাক্ষরকে পুরোপুরি জাল করা হয়েছে। এরপরেই পঞ্চায়েতের তরফ থেকে পেট্রাপোল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ।
অভিযোগকারী শঙ্কর বিশ্বাস বলেন, “আমি জীবিত। কিন্তু আমাকে মৃত দেখিয়ে আমার জমি হাতানোর চেষ্টা করেছিল। কোটি টাকার উপরে সম্পত্তি রয়েছে ওখানে। প্রাথমিকভাবে ওরা ছয় শতক জমি নেওয়ার চেষ্টা করেছিল। আমি এই বিষয়ে পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ করেছি। যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। যাতে এই ধরনের ঘটনা যাতে আর কারও সঙ্গে না ঘটতে পারে।” তিনি এও বলেন, “আমি অনলাইনে দেখতে পাই কেউ পঞ্চায়েত অফিসে আমার জন্য় আবেদন করেছে বিএলআরও অফিসে। সেই মেমো নম্বর নিয়ে আমি বিএলআরও অফিসে যাই। তারপর ওরা অনেক কিছু ঘেঁটে দেখে বলল মারা গিয়েছেন আপনি। তারপর বললাম ওয়ারেশন সার্টিফিকেট দিতে হবে। ওরা আমার উপর সদয় হয়ে ওরারিশন সার্টিফিকেট বের করে দেন। তারপর আমি প্রধানকে জানাই আমি তো জীবিত মানুষ। তাহলে কীভাবে আমায় মৃত দেখানো হল? এরপর পঞ্চায়েত থেকে জানতে পারি কানাই সরকার ও মজনু শেখ আমার জমি আত্মসাতের জন্য বিএলআরও অফিসে দরখাস্ত কে। ওরা গত বছরের ২৩শে ডিসেম্বর আবেদন করে। আর জানুয়ারি মাসের ৭ তারিখ শুনানির ডেট ছিল। আমি হাজির থেকে জমি তাদের নামে যাতে না যায় সেটা বন্ধ করি।”
এই বিষয়ে বর্তমান ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা ঘোষ জানিয়েছেন, “আমরা বিষয়টি জানবার পরে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে। এই বিষয়ে সঠিক তদন্ত করে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা”