Airtel: রবিবার গোটা দিন OTT-তে ডুবে থাকুন, AIRTEL-এর এই একটা প্যাকই যথেষ্ট - Bengali News | You can use airtel 49 rupees data pack on holidays for unlimited data - 24 Ghanta Bangla News

Airtel: রবিবার গোটা দিন OTT-তে ডুবে থাকুন, AIRTEL-এর এই একটা প্যাকই যথেষ্ট – Bengali News | You can use airtel 49 rupees data pack on holidays for unlimited data

0

নয়া দিল্লি: ইন্টারনেট ছাড়া এখন চলাই দায়। সকাল থেকে রাত, বিনোদন থেকে টাকার লেনদেন, সব ক্ষেত্রেই ইন্টারনেটের উপর নির্ভর করতে হয়। একজন সাধারণ ব্যবহারকারী প্রতিদিন ১ থেকে ২ জিবি ডেটা ব্যবহার করেন সাধারণত। তবে সব টেলিকম সংস্থা যেভাবে দাম বাড়িয়েছে, তাতে অনেক ক্ষেত্রেই সমস্যায় পড়ছেন গ্রাহকরা।

সরাসরি বড় রিচার্জ প্ল্যান নেওয়ার পরিবর্তে কেউ কেউ ডেটা প্যাক ব্যবহার করছেন। তাই এয়ারটেল নিয়ে এসেছে ৪৯ টাকার একটি ডেটা প্যাক। যাতে আনলিমিটেড ডেটা পাওয়া যাবে।

যদি মোবাইলে OTT প্ল্যাটফর্ম ব্যবহার করতে চান, তাহলে এয়ারটেল-এর ৪৯ টাকার ডেটা প্যাক ব্যবহার করতে পারেন। রিচার্জ করার পর ২৪ ঘণ্টা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

সাধারণ রিচার্জ প্ল্যান ছাড়াও, এয়ারটেল ডেটা বুস্টার প্যাকও চালু করেছে। এর মধ্যে একটি হল ৪৯ টাকার ডেটা বুস্টার প্যাক। যেখানে গ্রাহকরা ২৪ ঘন্টা ডেটা পাবেন। যদি রবিবার বা সরকারি ছুটির দিনে আনলিমিটেড ডেটা ব্যবহার করতে চান, তাহলে এই ৪৯ টাকার প্ল্যানটি সবচেয়ে ভাল। এই প্ল্যানে ২৪ ঘন্টার জন্য ২০ জিবি ডেটা পাবেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x