Abhishek Sharma: রোহিত-অভিষেকই শুধু নয়, ভারতীয় ক্রিকেটে ‘শর্মা’দের টিম বানালে কেমন হতে পারে! – Bengali News | Rohit sharma ishant sharma abhishek sharma meet the players with sharma surname of team india

ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে। এ বার অপেক্ষা ওয়ান ডে সিরিজের। মুম্বইতে পঞ্চম টি-টোয়েন্টিতে ১৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন বাঁ হাতি ওপেনার অভিষেক শর্মা। টি-টোয়েন্টি ক্রিকেটে রোহিত শর্মার তাণ্ডব সকলেই দেখেছেন। তিনি অবশ্য দেশের জার্সিতে এই ফরম্যাটকে বিদায় জানিয়েছেন। তেমনই প্রাক্তন কয়েকজনের কথাও ভুললে চলবে না। শুধুই কি ব্যাটিং? একেবারেই নয়। বোলিংয়েও রয়েছে এমন অনেক উদাহরণ। আচ্ছা যদি ‘শর্মা’ দের টিম বানানো হয়, তা কেমন হতে পারে?
দেখে নেওয়া যাক…
- রোহিত শর্মা-বিশ্বকাপ জিতেই টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন। তাঁকে ছাড়া অবশ্য শর্মা একাদশ কোনও ভাবেই সম্ভব নয়। সংক্ষিপ্ত ফরম্যাটে দেশের হয়ে না খেললেও টেস্ট ও ওয়ান ডে-তে ক্যাপ্টেন তিনিই। দেশের জার্সিতে তিন ফরম্যাট মিলিয়ে ১৯ হাজারের উপর রান। ৪৮টি সেঞ্চুরি।
- অভিষেক শর্মা-আন্তর্জাতিক ক্রিকেটে বছরখানেক হয়েছে। এতেই অবশ্য টি-টোয়েন্টিতে দুটো সেঞ্চুরি। দেশের জার্সিতে সব মিলিয়ে ১৭টি টি-টোয়েন্টি ম্যাচে ৫৩৫ রান করেছেন অভিষেক। ৪১টি ওভার বাউন্ডারি এবং ৪৬টি বাউন্ডারি। মুম্বইতে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ১৩৫ রানের ইনিংসে ১৩টি ছয় মেরেছেন।
- ইশান্ত শর্মা-একশোর বেশি টেস্ট খেলেছেন এই পেসার। টেস্টে ৩১১ উইকেট। এ ছাড়াও ৮০টি ওয়ান ডে-তে ১১৫ উইকেট। টি-টোয়েন্টি খেলেছেন ১৪টি। রয়েছে ৮ উইকেট।
- যশপাল শর্মা-১৯৮৩ সালের বিশ্বজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য। দেশের হয়ে ৩৭টি টেস্ট ও ৪২টি ওয়ান ডে খেলেছেন।
- চেতন শর্মা- প্রয়াত যশপাল শর্মার ভাইপো চেতন শর্মাও দেশের হয়ে খেলেছেন। বিশ্বকাপের মঞ্চে ভারতের প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিকও নিয়েছিলেন। ২৩টি টেস্ট এবং ৬৫ টি ওয়ান ডে খেলেছেন। সব মিলিয়ে ১২৮টি উইকেট।
- মোহিত শর্মা-ভারতের এই পেসার দেশের জার্সিতে ২৬টি ওয়ান ডে-তে ৩১ উইকেট নিয়েছেন। এ ছাড়াও ৮টি টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও অনবদ্য পারফর্ম করেছেন। ১১২ ম্যাচে নিয়েছেন ১৩২ উইকেট।
- করণ শর্মা-দেশের জার্সিতে মাত্র ৪ ম্যাচ খেলেছেন। তবে ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে তাঁর রেকর্ড প্রশংসনীয়। আইপিএলে ৮২ ম্যাচে ৭৬ উইকেট নিয়েছেন।
- যোগীন্দর শর্মা-২০০৭ সালে উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। যোগীন্দর শর্মার লাস্ট ওভার কে ভুলতে পারে! তাঁর ক্রিকেট কেরিয়ার অবশ্য দীর্ঘ হয়নি। পুলিশে চাকরি করেন যোগীন্দর।
- অজয় শর্মা-দেশের জার্সিতে ৩১টি ওয়ান ডে-তে ৪২৪ রান এবং একমাত্র টেস্টে ৫৩ রান করেছেন। প্রথম শ্রেনির ক্রিকেটে তাঁর পারফরম্যান্স দুর্দান্ত।
- গোপাল শর্মা- দেশের হয়ে ১১টি টেস্ট ও ৫টি ওয়ান ডে খেলেছেন। দুই ফরম্যাটে নিয়েছেন ১০টি করে উইকেট। পরবর্তীতে বোর্ডের দল নির্বাচন কমিটিতেও ছিলেন।
- সঞ্জীব শর্মা-হয়তো অতি পরিচিত নাম নয়, তবে দেশের জার্সিতে ২টি টেস্টে ৬ উইকেট নিয়েছিলেন। এ ছাড়াও ২৩টি ওয়ান ডে-তে ২২ উইকেট নিয়েছেন। এর মধ্যে ফাইফারও রয়েছে।
এই নামগুলো ছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নজরকাড়া দু-জনের কথা ভুললেও চলবে না। আশুতোষ শর্মা ও জীতেশ শর্মা। দ্বিতীয় জন অবশ্য় দেশের হয়েও খেলেছেন। ভবিষ্যতে আরও খেলবেন, প্রত্যাশা করাই যায়।