'ভারতরত্ন পেতে চাই, লতাজির মতো', চুমু বিতর্কে সাফাই দিতে গিয়ে বিস্ফোরক উদিত! - Bengali News | Udit narayan seeks bharat ratna like lata ji has no regrets about concert kiss - 24 Ghanta Bangla News

‘ভারতরত্ন পেতে চাই, লতাজির মতো’, চুমু বিতর্কে সাফাই দিতে গিয়ে বিস্ফোরক উদিত! – Bengali News | Udit narayan seeks bharat ratna like lata ji has no regrets about concert kiss

0

ভাইরাল হওয়া চুমুর ভিডিও নিয়ে বিতর্কে ইতি পড়তে না পড়তেই ফের নতুন করে বিতর্কে জড়ালেন উদিত নারায়ণ। তাঁর নতুন মন্তব্য নিয়ে শোরগোল নেটপাড়ায়। চুমুর ভিডিও নিয়ে সাফাই দিতে গিয়ে উদিত যা বললেন, তা নিয়ে নেটিজেনরা ইতিমধ্যেই ছিঃ, ছিঃ শুরু করে দিয়েছেন।

ব্যাপারটা একটু খোলসা করে যাক। চুমুর ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই লোকের বাঁকা নজরে পড়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক। তবে এসব নিয়ে উদিতের মনে কোনও খেদ নেই। আর তাই তো এই ভিডিও নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে, এক সংবাদ মাধ্যমে উদিত বলেন, আমার কোনও অনুশোচনা নেই।

এখানেই শেষ করেননি উদিত। সঙ্গে যোগ করলেন, ”একটা গুরুত্বপূর্ণ কথা বলতেই চাই। আমি অনেক পুরস্কার পেয়েছি। প্রচুর ফিল্ম ফেয়ার পেয়েছি, জাতীয় পুরস্কার পেয়েছি, পদ্মশ্রী, পদ্মভূষণ পেয়েছি। এবার চাই ভারতীয় রত্ন। লতাজির মতো। লতাজিই আমার আইডল। ”

এই খবরটিও পড়ুন

মহিলা অনুরাগীকে ঠোঁটঠাসা চুমু নিয়ে উদিত বলেছিলেন, ” অনুরাগীরা আমাকে পছন্দ করেন, আমি এরকম নই। আমি খুবই ভদ্র মানুষ। আমরা যখন পারফর্ম করি, তখন অনেক অনুরাগীই এগিয়ে আসেন, তাঁদের ভালবাসা দেখাতে। আমাদের ছুঁয়ে দেখতে চায়। কেউ কেউ হ্যান্ডসেক করে। কেউ কেউ হাতে চুমু খান।”

উদিতের কথায়, ” আসলে ভিড় সামলাতে আমাদের সঙ্গে নিরাপত্তারক্ষীরা থাকে। তবুও ফ্যানরা ভাবে একবারটি কাছ থেকে দেখতে। ছুঁয়ে দেখতে। এই কারণেই অনেকে এগিয়ে আসেন। এই চুমুর ঘটনাটি এরকমই। একে এত বড় খবর করার কিছু নেই। এটা একেবারেই আমার প্রতি ফ্যানেরা ভালবাসা। খুবই স্বাভাবিক একটা ঘটনা। এটাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। ”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x