ভয়ঙ্কর! দূরপাল্লার ট্রেনের কামরায় একা পেয়েই মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার কুলি – Bengali News | Middle Aged Woman Allegedly Physically Assaulted by Porter in Mumbai’s Bandra Terminus, Investigation Going on

মুম্বই: দূরপাল্লার ট্রেনেই ধর্ষিত মহিলা। প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। ট্রেনের ফাঁকা কামরায় মহিলাকে একা পেয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল এক কুলির বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনাক তদন্ত শুরু হয়েছে।
ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের বান্দ্রা টার্মিনাসে। গত ১ ফেব্রুয়ারি, শনিবার মাঝ রাতে এক মধ্য বয়সী মহিলা ও তাঁর ছেলে বান্দ্রা টার্মিনাসে এসে পৌঁছন দূরপাল্লার ট্রেনে চেপে। ওই ট্রেন থেকে নেমে মহিলা আরেকটি ট্রেনে ওঠেন পাশের প্ল্যাটফর্ম থেকে। সেই সময় ট্রেনের কামরায় ওই মহিলা ও একজন কুলি ছাড়া কেউ ছিল না।
মহিলাকে একা পেয়েই ধর্ষণ করে ওই কুলি, এমনটাই অভিযোগ। এরপর পালিয়ে যায় অভিযুক্ত। মহিলা রক্তাক্ত অবস্থায় বান্দ্রা জিআরপি স্টেশনে অভিযোগ জানান। রেলওয়ে পুলিশ স্টেশনের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করে এবং গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে ধর্ষণের ধারা যোগ করা হয়েছে।
প্রসঙ্গত, এর দিন কয়েক আগেই নভি মুম্বই রেলস্টেশনে ১২ বছরের এক নাবালিকাকে একা উদ্ধার করা হয়।