নোংরামি করেছে তাই মেরেছে, সাব্বির মারলে আপত্তি, তাহলে এবার আবিরকে দিয়ে…,বললেন মদন, বাংলার মুখ - 24 Ghanta Bangla News

নোংরামি করেছে তাই মেরেছে, সাব্বির মারলে আপত্তি, তাহলে এবার আবিরকে দিয়ে…,বললেন মদন, বাংলার মুখ

0

পুলিশের ঘেরাটোপে রবিবার পুজো হয়েছিল যোগেশচন্দ্র ল কলেজে। এদিকে সাব্বির আলির বিরুদ্ধে সরব হয়েছিলেন কলেজের ছাত্রছাত্রীরা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সামনেই সরব হয়েছিলেন যোগেশ চন্দ্র ল কলেজের পড়ুয়ারা। তৃণমূল যুব নেতা সাব্বির আলির বিরুদ্ধে অভিযোগ। এবার সেই সাব্বির পাশে কার্যত দাঁড়িয়ে পড়লেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। 

কলেজের ছাত্রীরা অভিযোগ তুলেছিলেন, সরস্বতী পুজো করতে চাওয়ায় তাঁদের ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল। এমনকী বাঁশ দিয়ে পেটানোর হুমকি দেওয়া হয়েছিল। এমনটাই অভিযোগ করেছিলেন ছাত্রীরা। এমনকী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গিয়েছিলেন ওই কলেজে। তখন এক ছাত্রী বলেছিলেন, শুধু হুমকিই দেয়নি। হাতে বাঁশ তুলে নিয়েছে। 

এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও গণ্ডগোল জারি ছিল যোগেশ চন্দ্র ল কলেজে। 

এদিকে ছাত্রীদের অভিযোগ প্রসঙ্গে তৃণমূল নেতা মদন মিত্র জানিয়েছিলেন, নিশ্চয়ই নোংরামি করেছে, তাই মরেছে। এখানেই থেমে থাকেননি মদন মিত্র। মদন মিত্র বলেন, সাব্বির আলি পেটালে বিভেদের রাজনীতি হয় নাকি! উত্তম কুমার বাঁশ দিয়ে মারলে ভালো হত? বাংলায় হিন্দু, মুসলিমদের কোনও বিভেদ নেই। 

এদিকে রবিবার তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাসের কার্যালয়ের সামনে মণ্ডপ করে পুজো করেছে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র-যুবরা। এমনকী তাদের দাবি এটা কলেজেরই পুজো। তবে এখানেই প্রশ্ন কলেজের পুজো কীভাবে ক্য়াম্পাসের বাইরে হল? এমনকী সাব্বির নিজেও সেই পুজো মণ্ডপের সামনে হাজির ছিলেন। সাব্বির জানিয়েছিলেন, আমি সাব্বির আলি।  আমি ছোটবেলা থেকে স্কুলে অঞ্জলি দিয়ে আসছি। পুরো পাড়ায় পাড়ায় যাই। তাই এনিয়ে বেশি কথা বলব না। শুধু বলব শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন না। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, এটা সাধারণ ছাত্রছাত্রীদের পুজো। আমায় ইনভাইট করেছে। তাই এসেছি। 

এদিকে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশে সেই কলেজে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এমনকী পড়ুয়ারা তাঁর সামনে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানও তোলেন। এমনকী মন্ত্রীর সামনেই কান্নায় ভেঙে পড়েন ছাত্রীদের একাংশ। 

আর সেই সাব্বির সম্পর্কেও মন্তব্য করেছেন মদন মিত্র। তিনি বলেন, আমি আর সাব্বির একসঙ্গে জিম করি। আমাদের এখানে বাংলায় হিন্দু না মুসলিম জিজ্ঞাসে কোন জন। কে মেরেছে সাবির মেরেছে। সাব্বির বাচ্চা ছেলে। নোংরামো করেছে বলে মেরেছে। সাব্বির মারলে আপত্তি থাকলে এবার তাহলে আবিরকে দিয়ে মারাব। বিস্ফোরক মদন মিত্র। 

 

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x