ঘন কুয়াশা, কমে গেল দৃশ্য়মানতা, বিমান চলাচলে বড় বিঘ্ন কলকাতা এয়ারপোর্টে, বাংলার মুখ

ঠান্ডা আগের তুলনায় অনেকটাই কমেছে। তবে ভোর থেকেই প্রচন্ড কুয়াশা। আর সেই কুয়াশার জেরে দৃশ্য়মানতা ক্রমশ কমছে। তার জেরে বিমান চলাচলের ক্ষেত্রে সমস্যা দেখা দেয় বলে খবর। পিটিআই সূত্রে খবর, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় সোমবার কলকাতা বিমানবন্দরে অন্তত ২২টি বিমান চলাচল ব্যাহত হয়েছে।
নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ছয়টি ফ্লাইট অবতরণ এবং অন্যান্য গন্তব্যে ১৬টি ফ্লাইট ছাড়ার কথা ছিল।
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, রাত ১.২১ থেকে ৮.৪৫ পর্যন্ত কুয়াশার কারণে লো ভিজিবিলিটি প্রসিডিওর চালু করা হয়েছিল।
দৃশ্যমানতা ৮০০ মিটারের নিচে নেমে গেলে এয়ার ট্রাফিক কন্ট্রোল এলভিপি ঘোষণা করে, তারপরে ‘ফলো-মি’ গাড়িগুলি বিমানগুলিকে তাদের স্ট্যান্ডে নিয়ে যায়।
মেঘের সিলিং ২০০ ফুটের নিচে থাকলে এলভিপিও সক্রিয় হয়।
এএআই আধিকারিক জানিয়েছেন, নিরাপদে বিমান পরিচালনা করতে এবং বিঘ্ন হ্রাস করতে বিমানবন্দর অপারেটর, এটিসি এবং পাইলটদের মধ্যে সমন্বয় জড়িত।
এর ফলে উন্নত নেভিগেশন সিস্টেম ও গ্রাউন্ড লাইটিং ব্যবহার করে বিমানগুলো নিরাপদে অবতরণ ও উড়ান নিশ্চিত করবে।
সোমবার এলভিপি চলাকালীন ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমের সাহায্যে ৩৩টি আগমনকারী ফ্লাইট এবং ৪৪টি প্রস্থান করা বিমান চলাচল করায় ফ্লাইট পরিচালনায় আরও বিলম্ব এড়ানো গেছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
এছাড়াও, মোট ৩৩টি ফ্লাইট অবতরণের জন্য ক্যাটাগরি -২ আইএলএস বা ক্যাট-৩ আইএলএস ব্যবহার করেছে, যখন ৪৪ টি বিমান এলভিপি চলাকালীন কম দৃশ্যমানতা টেক-অফ করেছে।
ক্যাট-২ আইএলএস ব্যবহার করা হয় যখন রানওয়ে দৃশ্যমানতার পরিসীমা কমপক্ষে ৩০০ মিটার বা তার বেশি হয়, যখন এটি ৩০০ মিটারের নিচে নেমে আসে তখন ক্যাট-৩ আইএলএস প্রয়োগ করা হয়।
রবিবার কলকাতা বিমানবন্দরে মোট ১৩টি বিমানের আগমন ও প্রস্থান কুয়াশার কারণে বিলম্বিত হয়েছে।
ঘন কুয়াশার কারণে ২৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত টানা তিন দিন এনএসসিবিআই বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছিল।
২৩ জানুয়ারি ৭২টি, ২৪ জানুয়ারি ৩৪টি এবং ২৫ জানুয়ারি ৫৩টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পিটিআই সূত্রে।
তবে শীতকালে ঘন কুয়াশার কারণে দেশের বিভিন্ন বিমানবন্দরেই দৃশ্যমানতা ক্রমশ কমতে থাকে। যার জেরে বিমান চলাচলের ক্ষেত্রে বিঘ্ন ঘটে। যার ফলে বিমান চলাচলের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়।