ওদের মনের মতো না হলে বাবা-মা’কেও আবেদন করতে দেবে না বলেছিল সিবিআই, দাবি আইনজীবীর, বাংলার মুখ

শিয়ালদা আদালতে নিজেদের বক্তব্য পেশ করতে গিয়ে সিবিআইয়ের বাধার মুখে পড়েছিলেন। এমনই দাবি করলেন আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের নির্যাতিতার চিকিৎসকের পরিবারের আইনজীবী তড়িৎ ওঝা। রবিবার তিনি বলেছেন, ‘(গত ১৫ জানুয়ারি আমরা যখন শিয়ালদা কোর্টে পিটিশন দাখিল করতে যাচ্ছি), তখন সিবিআই কোর্টের যে পাবলিক প্রসিকিউটর (আছেন), তিনি বাধা দেন। (উনি বলেন যে) না, আমি আগে দেখব যে আমার মনের মতো হয়েছে কিনা লিখিত বক্তব্যটা। তবে আমরা অনুমতি দেব। তখন আমি বললাম যে লিখিত বক্তব্য পেশ করার আমার মৌলিক অধিকার আছে।’
সোমবারই আদালতে আবেদন দাখিল করা হবে
আর তিনি যেদিন সেই অভিযোগ করেন, সেদিন মালদায় ইংরেজবাজারে আইনজীবীর সঙ্গে দেখা করতে আসেন নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা। সেই সাক্ষাতের পরই পরিবারের আইনজীবী জানান, আরজি কর কাণ্ডে পুনরায় তদন্ত এবং পুনরায় বিচারের আর্জি জানিয়ে আদালতে মামলা করা হবে। সোমবারই সেই আবেদন দায়ের করা হবে বলে জানিয়েছেন নির্যাতিতার চিকিৎসকের পরিবারের আইনজীবী।
সেইসঙ্গে পরিবারের আইনজীবী দাবি করেছেন, আরজি কর ধর্ষণ ও খুনের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সঞ্জয় রায়কে নিয়ে তাঁদের মাথাব্যথা নেই। বরং ধর্ষণ ও খুনের কাণ্ডে আরও কারা জড়িত আছেন, তাঁদের যাতে খুঁজে বের করে সাজা দিতে হবে। উল্লেখ্য, আপাতত সঞ্জয়ের ফাঁসি চায়নি পরিবার।
(বিস্তারিত পরে আসছে)