অসুস্থ সোনু নিগম, মঞ্চে নাচতে গিয়ে হঠাৎ যন্ত্রণা! কী হয়েছে গায়কের? - Bengali News | Sonu nigam shares video as he writhes in pain ahead of pune show - 24 Ghanta Bangla News

অসুস্থ সোনু নিগম, মঞ্চে নাচতে গিয়ে হঠাৎ যন্ত্রণা! কী হয়েছে গায়কের? – Bengali News | Sonu nigam shares video as he writhes in pain ahead of pune show

0

দেখুন কাণ্ড! অনুষ্ঠানে এমন হবে, তা স্বপ্নেও ভাবতে পারেনি জনপ্রিয় গায়ক সোনু নিগম। আর এখন এমন অবস্থা যে বিছানা থেকেই উঠতে পারছেন না। চিকিৎসকের কথায়, সোনুকে বেশ কয়েকদিন থাকতে হবে বেড রেস্টে!

ঠিক কী হয়েছে সোনুর?

এই খবরটিও পড়ুন

পুণেতে শো করতে গিয়েছিলেন সোনু নিগম। একের পর এক গানে শ্রোতাদের মন জয় করে নিচ্ছিলেন তিনি। তবে হঠাৎই একটা গানের সঙ্গে নাচতে শুরু করতেই বিপত্তি। হঠাৎ মঞ্চে দাঁড়িয়ে কাতর যন্ত্রণায় চিৎকার শুরু করেন সোনু। সঙ্গে সঙ্গে সোনুর টিম মঞ্চে উঠে এসে গায়ককে সামলে নেন। যন্ত্রণায় এমন অবস্থা হয়েছিল যে পা টেনে হাঁটতেই পারছিলেন না সোনু। কোমরই নাড়াতে পারছিলেন না। সোনুকে সঙ্গে সঙ্গেই শুয়েই দেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, পিঠে চোট রয়েছে তাঁর। আপাতত তাঁকে বিশ্রামেই থাকতে হবে।

সোনু তাঁর সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে গোটা ঘটনার কথা জানিয়েছেন, সোনুর কথায়, যখন ব্যথা শুরু হল, তখন মনে হচ্ছিল মেরুদণ্ডে কেউ সূচ ফুটিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল এবারটা মরেই যাব।

জানা গিয়েছে, শোয়ের আগেই পিঠে যন্ত্রণা অনুভব করেছিলেন সোনু। তবে পাত্তা দেননি তিনি। সেই ব্যথা নিয়েই শো করেছেন। তবে শেষরক্ষা আর হল না। নাচতে গিয়েই বিপদ ডাকলেন সোনু নিগম।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x