Tilottama's parents: হাইকোর্টে নতুন আবেদন জানাবে তিলোত্তমার পরিবার, সামনে আসবে আরও নাম? - Bengali News | 'We want retrial in our daughter murder case', say Tilottama's parents - 24 Ghanta Bangla News

Tilottama’s parents: হাইকোর্টে নতুন আবেদন জানাবে তিলোত্তমার পরিবার, সামনে আসবে আরও নাম? – Bengali News | ‘We want retrial in our daughter murder case’, say Tilottama’s parents

0

মালদায় আইনজীবীর বাড়িতে তিলোত্তমার বাবা-মা

মালদা: আরজি করের ঘটনায় রি-ট্রায়ালের দাবি জানাল তিলোত্তমার পরিবার। ঘটনার তদন্তে অসন্তোষ প্রকাশ করলেন নির্যাতিতার মা ও বাবা। মামলার পরবর্তী পদক্ষেপ আলোচনার জন্য রবিবার মালদায় আইনজীবীর বাড়িতে আলোচনার জন্য আসেন তাঁরা। আগামী ৫ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানি। সেইদিন রি-ট্রায়ালের জোরালো দাবি করা হবে বলে জানিয়েছেন তিলোত্তমার পরিবারের আইনজীবী তড়িৎ ওঝা।

এদিন মালদায় এসে তিলোত্তমার মা বলেন, “আমার মেয়ে পরিকল্পিত খুনের শিকার। এর জন্য হাসপাতাল কর্তৃপক্ষই দায়ী। সঞ্জয় রায় একা বাইরে থেকে এসে এই ঘটনা ঘটিয়ে গেল, আর ভেতরের কেউ কিছুই জানতে পারল না! একথা মানা সম্ভব নয়। চেস্ট মেডিসিন বিভাগের অনেকে ঘটনার সম্পর্কে যুক্ত। তদন্ত নিয়ে ছিনিমিনি খেলছে পুলিশ ও সিবিআই। আমাদের বোঝানোর চেষ্টা হচ্ছে। আমরা চাই, আসল অপরাধীরা সামনে আসুক এবং সকলের সাজা হোক।”

তিলোত্তমার বাবা বলেন, “একা সঞ্জয়ের ফাঁসি দিয়ে সমস্যার সমাধান হবে না। আরও যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তারা সকলেই তদন্তের আওতায় আসুক। শিয়ালদহ আদালতের রায়ে স্পষ্ট, এই ঘটনার সঙ্গে আরও অনেকে যুক্ত। এই বিষয়টি আড়াল করা হচ্ছে। আমার মেয়ে সরকারি কর্মচারী ছিল। কর্মরত অবস্থায় মানুষের সেবা করতে গিয়ে ধর্ষণ ও খুনের শিকার হয়েছে। তাই রাজ্য সরকার এর দায় এড়াতে পারে না।”

এই খবরটিও পড়ুন

তিনি আরও বলেন, “আমি কেন পদত্যাগ দাবি করেছি তা নিয়ে আমাকে শাসকদলের তরফ থেকে আক্রমণ করা হচ্ছে। কিন্তু, আমি কেন দাবি করেছি তার কারণ রায়ের মধ্যেই স্পষ্ট। একজনকে দোষী করে বাকিদের আড়াল করার চেষ্টা হচ্ছে। সরকারই এটা করছে।”

সঞ্জয়ের ফাঁসির দাবিতে রাজ্য সরকারের তড়িঘড়ি উচ্চ আদালতে যাওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন তিলোত্তমার বাবা। তিনি বলেন, “সিবিআই-ও ফাঁসির দাবিতে উচ্চ আদালতে গিয়েছে। আর সঞ্জয় শাস্তি মুকুবের দাবি করেছে। এই সবই খেলা চলছে। আমরা এই খেলায় নেই। আমরা চাই, বাকি যারা যুক্ত তারা সামনে আসুক। কিন্তু, রাজ্য তা চাইছে না, এই কারণেই রাজ্যের প্রধানের পদত্যাগ চেয়েছি।” শিয়ালদহ আদালতের বিচারককেও ধন্যবাদ জানান তিলোত্তমার বাবা।

তিলোত্তমার পরিবারের আইনজীবী তড়িৎ ওঝা বলেন, “এই মামলায় পরবর্তীতে আমাদের কৌশল কি হবে, তা নিয়ে পরিবারের সঙ্গে কথা হয়েছে। আগামী পাঁচ তারিখ কলকাতা হাইকোর্টের মামলার শুনানি রয়েছে। আমরা রি-ট্রায়াল চাইছি। আমাদের যুক্তি হল, আরজি করে একাধিক দুর্নীতির ঘটনা রয়েছে। সিবিআই এবং ইডির তদন্তেও তা স্পষ্ট। দুর্নীতির প্রতিবাদের শিকার হতে হয়েছে তিলোত্তমাকে। আরজি করে দুর্নীতির মধ্যেই লুকিয়ে আছে তাঁর খুনের মোটিভ। রি-ট্রায়ালের আদেশ পেলে কেউ ছাড় পাবে না।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x