Murder: স্ত্রীকে কুপিয়ে রেললাইনের দিকে দৌড় যুবকের, হাড়হিম করা ঘটনা ডালখোলায় - Bengali News | A man commits suicide after allegedly killing his wife in North Dinajpur - 24 Ghanta Bangla News

Murder: স্ত্রীকে কুপিয়ে রেললাইনের দিকে দৌড় যুবকের, হাড়হিম করা ঘটনা ডালখোলায় – Bengali News | A man commits suicide after allegedly killing his wife in North Dinajpur

0

কান্নায় ভেঙে পড়েছেন মৃত যুবতীর মা

ডালখোলা: মদ খাওয়ার প্রতিবাদ করেছিলেন স্ত্রী। তার জন্য স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ। আর স্ত্রীকে খুনের পর ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন স্বামী। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ডালখোলায়। মৃতদের নাম পূজা মণ্ডল(২৮) ও ধীরেন বিশ্বাস(৩৬)।

জানা গিয়েছে, ডালখোলা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোপাল রায়ের মেয়ে পূজার সঙ্গে বছর পাঁচেক আগে বিয়ে হয় দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা ধীরেন বিশ্বাসের। তাঁদের চার বছরের কন্যাসন্তান আছে। ধীরেন ভিনরাজ্যে কাজ করতেন। সেজন্য তাঁর স্ত্রী ডালখোলায় বাপের বাড়িতেই থাকতেন। মাঝে মধ্যে ধীরেন ডালখোলায় আসতেন।

দিন কয়েক আগে ধীরেন ডালখোলায় আসেন। তাঁর মদ্যপান ঘিরে প্রতিদিনই অশান্তি হত পরিবারে। স্ত্রী মদ্যপানের প্রতিবাদ করায় দু’জনের বিবাদ লেগেই থাকত বলে অভিযোগ। এর আগেও মদ্যপানের প্রতিবাদ করায় ধীরেন স্ত্রীর গলা টিপে খুনের চেষ্টা করেন বলে অভিযোগ।

এই খবরটিও পড়ুন

মৃত পূজার মা শিবা মণ্ডল জানান, রবিবার তিনি বাড়িতে ছিলেন না। সকালে যখন তিনি কাজে যাচ্ছিলেন, তখন দেখেন মেয়ে-জামাই ভালই রয়েছে। পরে লোক মুখে মেয়ের মৃত্যুর খবর পান। বাড়ি ফিরে মেয়ের ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পান। এরপর তাঁর জামাই ধীরেন চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন বলে জানান পূজার মা। তিনি বলেন, “মেয়েকে এমনভাবে কুপিয়েছে, দেখা যাচ্ছে না। পাড়ার লোকেরা বলছে, জামাইকে তারা রেললাইনের দিকে দৌড়ে পালাতে দেখেছে।”

১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাকেশ সরকার বলেন, কেন এই দম্পতির এমন পরিণতি হল, তা স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x