Murder: ছাগল বেচে মদ খেয়ে ফেলেছিল স্বামী, শেষ সম্বল ছিল ধান! বিক্রির চেষ্টা করতেই স্ত্রীর হাতে 'খুন' স্বামী - Bengali News | Husband killed by wife in Bankura while trying to sell paddy and drink alcohol - 24 Ghanta Bangla News

Murder: ছাগল বেচে মদ খেয়ে ফেলেছিল স্বামী, শেষ সম্বল ছিল ধান! বিক্রির চেষ্টা করতেই স্ত্রীর হাতে ‘খুন’ স্বামী – Bengali News | Husband killed by wife in Bankura while trying to sell paddy and drink alcohol

0

পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত স্ত্রী Image Credit source: TV 9 Bangla

বাঁকুড়া: বাড়িতে মজুত ধান বাজারে বিক্রি করে মদ খাওয়ার পরিকল্পনা করেছিল স্বামী। কিন্তু, রুখে দাঁড়ায় স্ত্রী। শুরু হয়ে যায় বচসা। হাতাহাতিও হয় দুজনের মধ্যে। শেষ পর্যন্ত স্ত্রীর লাঠির আঘাতে মৃত্যু হল স্বামীর। ঘটনা বাঁকুড়ার ওন্দা থানার কল্যাণী গ্রাম পঞ্চায়েতের বিনোদনগর এলাকার। অভিযোগ পেতেই পুলিশ অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে। 

বাঁকুড়ার ওন্দা থানার কল্যাণী গ্রাম পঞ্চায়েতের বিনোদনগর এলাকার থাকতেন বিকাশ মাল। তিনি পেশায় দিনমজুর। পরিবারের সদস্যরা জানাচ্ছেন দীর্ঘদিন থেকেই মদে আসক্ত তিনি। অতিরিক্ত আসক্তিই শেষ পর্যন্ত তাঁর কাজের বারোটা বজায়। তিন ছেলে মেয়েকে কার্যত একা হাতে বড় করে তোলেন স্ত্রী সুলেখা মাল। বড় মেয়ের বিয়েও দেন। সুলেখা দেবী জানাচ্ছেন, কষ্ট করে কয়েকটি ছাগল কিনেছিলেন তিনি। তা থেকেই করে উপার্জনের রাস্তা বের করেছিলেন। 

সুলেখা দেবীর অভিযোগ, সেই ছাগলগুলিকে চরাতে নিয়ে যাওয়ার নাম করে বাইরে বিক্রি করে দেন তাঁর স্বামী। সেই টাকায় মদ খেয়ে ফেলেন। শনিবার ঘরে মজুত বস্তা তিনেক ধান বিক্রি করে মদ্যপানের পরিকল্পনা করেছিলেন বিকাশ। বিক্রির করার জন্য সেই ধান বাড়ির বাইরে নিয়ে যেতেই তা নজরে পড়ে স্ত্রী সুলেখার। বাধা দিতেই ধস্তাধস্তি লেগে যায় দু’জনের মধ্যে।  

পরিবারের একমাত্র সম্বল ওই তিন বস্তা ধান বিক্রিতে বাধা দিলে বাড়ির উঠোনেই ধস্তাধস্তি শুরু হয় দু’জনের মধ্যে। অভিযোগ, এরই মাঝে সুলেখা বড় একটি লাঠি তুলে বিকাশকে মারধর করতে শুরু করেন। অভিযোগ স্ত্রীর লাঠির আঘাত মাথায় লাগতেই মাটিতে লুটিয়ে পড়েন বিকাশ। পরে তাঁকে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গতকাল রাতেই অভিযুক্ত স্ত্রী সুলেখা মালকে গ্রেফতার করে ওন্দা থানার পুলিশ। আজ ধৃত মহিলাকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়। ধৃতের বিরুদ্ধে ১০৩(১) বিএনএস ধারায় খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্বামীকে খুনের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত স্ত্রী সুলেখা। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x