Malda: পিসতুতো দিদির আত্মহত্যার খবর শুনেই গলায় দড়ি দিল কিশোরী – Bengali News | A girl commits suicide after hearing her cousin’s death in Maldah

মালদা: পিসতুতো দিদি আত্মহত্যা করেছে। সেই খবর জানতে পেরে আত্মহত্যা করল এক কিশোরী। দুই তুতো বোনের আত্মহত্যার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদার পুখুরিয়া থানার আড়াইডাঙা অঞ্চলের কৈরীটোলা এলাকায়। মৃত দুই বোনের মধ্যে একজনের নাম সুস্মিতা মণ্ডল। বয়স ১৮ বছর। এবং অপরজনের নাম প্রিয়া মণ্ডল। বয়স ১৫ বছর। দুজনেরই বাড়ি আড়াইডাঙা অঞ্চলের কৈরীটোলা গ্রামে।
শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ প্রথমে নিজের বাড়িতে আত্মহত্যা করেন সুস্মিতা। এই খবর জানতে পেরে তাঁর মামাতো বোন প্রিয়া নিজের বাড়িতে গলায় দড়ি দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুকুরিয়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। যদিও আত্মহত্যার কারণ সম্পর্কে পরিবারের লোকজন কিছুই জানাতে পারেননি।
মৃত ২ কিশোরীর পরিবারের সদস্য ভরত মণ্ডল বলেন, “আমরা বুঝতে পারছি না কোথা থেকে কী হল। সুস্মিতা কেন আত্মহত্যা করল, বুঝতে পারছি না। তার আত্মহত্যার পরই গলায় দড়ি দেয় প্রিয়া।” বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি। সুস্মিতা প্রেম করতেন বলে জানিয়েছেন ভরত মণ্ডল। প্রেমিকের সঙ্গে কোনও মনোমালিন্য হয়েছে কি না, তা নিয়ে কিছু বলতে পারলেন না তিনি।