Bardhaman: বাড়ির সামনে আক্রান্ত তৃণমূল নেত্রী, শাড়ি ছিঁড়ে নির্যাতনের অভিযোগ – Bengali News | Bardhaman: some mischief accused to harassed a woman in bardhaman

বর্ধমান: বাড়ির সামনেই আক্রান্ত পঞ্চায়েত সমিতির সভাপতি। মারধরের পাশাপাশি তাঁর শাড়ি ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। এলাকাবাসীর দাবি তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রাম ২ নম্বর পঞ্চায়েতে। সেখানেই আক্রান্ত হয়েছেন ওই মহিলা তৃণমূল নেত্রী। শনিবার সন্ধেবেলা বাড়ির সামনেই পাড়ার কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন তৃণমূল নেত্রী। অভিযোগ, ওই সময়ে হঠাৎই এলাকার সাত-আটজন তাঁকে ঘিরে ধরে মারতে থাকে। তাঁর পরনের শাড়ি ছিড়ে দেওয়া হয় বলে অভিযোগ। যে সময় ঘটনাটি ঘটে সেই সময় বাড়িতে ওই মহিলা নেত্রী একাই ছিলেন বলে দাবি তাঁর। স্বামী ও ছেলে সেই সময় গিয়েছিলেন দোকানে।
এই মারধরের জেরে জখম মহিলাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইলামবাজার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তারপর তাঁকে বর্ধমানের জাতীয় সড়কের পাশে বামচাঁদাইপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আক্রান্তের স্বামী আনন্দ বারুই বলেন, “দুয়ারে সরকার শিবির থেকে আমরা বাড়িতে ফিরছিলাম। তারপর দোকানে যাই। এই গ্রামেই আমাদের একটি মুরগির মাংসের দোকান আছে। সেখানে যাই। পরে শুনি এই ঘটনা।” আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আবদুল লালন জানান, “যাঁরা লোকসভা নির্বাচনে বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য উঠেপড়ে লেগেছিল। তাঁরাই এখন তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে তৃণমূল দাবি করছে। আসলে এরা দুষ্কৃতী ও খুনি। আমি গোটা বিষয়টি জেলার শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি। পুলিশেও অভিযোগ দায়ের করা হয়েছে।”