Asansol: বেআইনিভাবে কয়লা সংগ্রহ করতে গিয়েই বিপদ, চাঁই ভেঙে মৃত্যু যুবকের – Bengali News | Illegal collection of coal is a danger, a young man dies by breaking a pipe Asansol

কয়লার চাই ভেঙে মৃত্যুImage Credit source: Tv9 Bangla
আসানসোল: বৈধ কয়লাখনি থেকে বেআইনি ভাবে কয়লা সংগ্রহ করতে গিয়ে এক যুবকের মৃত্যু।
মৃত যুবকের নাম টিংকু বাউরি। স্থানীয় মীঠাপুর গ্রামের বাসিন্দা তিনি। ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুরিয়া থানার অন্তর্গত ইসিএলের নর্থ সিয়ারশোল খোলামুখ খনিতে। ঘটনার পর মৃতদেহ রেখে কোলিয়ারিতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের।
বিক্ষোভকারীদের দাবি খনিতে ওই যুবকের দুর্ঘটনায় ঘটেছে। তাঁদের দাবি এই খনিতে দুর্ঘটনায় মৃত্যুর কারণে ক্ষতিপূরণ দিতে হবে। সেই দাবিতেই বিক্ষোভ এলাকার মহিলা সহ বাসিন্দাদের। বিক্ষোভের জেরে খনির উৎপাদন ও পরিবহন ব্যাহত। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, খনিতে স্থানীয়র মৃত্যু হয়েছে। এর পিছনে রয়েছে ব্লাস্টিং। তাই মৃতের পরিবারের চাকরি ও ক্ষতিপূরণ দিতে হবে। বন্ধ রয়েছে খনি উৎপাদন।
মেয়র ইন কাউন্সিল সুব্রত অধিকারী বলেন, “আজ সকাল এগারোটার সময় টিঙ্কু বাউরি এখানে আসে। সে মিঠাপুরেরই বাসিন্দা। কয়লার চাঁই মাথার উপরে পড়ে যায়। সে তৎক্ষনাত মারা যায়। তারপর তাঁর পরিবারের লোক আসেন। পাড়ার লোকও আসেন। আমিও খবর পেয়ে এলাম। আমরা ক্ষতিপূরণরে দাবি জানাচ্ছি।”