রাজ-শুভশ্রীর জমজমাট সরস্বতী পুজো, অতিথিদের জন্য মেনুতে ছিল কী কী? - Bengali News | Raj chakraborty and subhashree ganguly share special menu for saraswati puja - 24 Ghanta Bangla News

রাজ-শুভশ্রীর জমজমাট সরস্বতী পুজো, অতিথিদের জন্য মেনুতে ছিল কী কী? – Bengali News | Raj chakraborty and subhashree ganguly share special menu for saraswati puja

0

প্রতিবারের মতো এবারও নিজের প্রযোজনা সংস্থার অফিসে জমজমাট ভাবে বাগদেবীর আরাধনায় মেতে উঠলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সকাল সকালই সেজেগুজে প্রযোজনা সংস্থার অফিসে পৌঁছে গিয়েছিলেন টলিউডের প্রিয় দম্পতি। শুভশ্রীর পরনে আকাশনীল শাড়ি এবং রাজ পরেছিলেন নীল রঙের পাঞ্জাবি। অফিসেই অঞ্জলি দিলেন রাজ-শুভশ্রী।

প্রতিবারই রাজ-শুভশ্রীর এই সরস্বতী পুজোয় হাজির হন টলি তারকারা। এবারও তার ব্যতিক্রম হল না। হালকা হলুদ রঙের শাড়িতে নজর কাড়লেন কৌশানি মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন বনি সেনগুপ্তও। এসেছিলেন আবির চট্টোপাধ্যায়ও। রাজ-শুভশ্রীর সঙ্গেই অঞ্জলি দিলেন তিনি। হাজির হয়েছিলেন টেলিপাড়ার সদ্য বিবাহিত জুটি আদৃত ও কৌশাম্বিও।

এই খবরটিও পড়ুন

আড্ডা, হইচইয়ের মধ্যে দিয়েই এবারের সরস্বতী পুজো পালন করলেন রাজ শুভশ্রী। তবে অতিথি আপায়্যাণেও কোনও ত্রুটি রাখেননি এই তারকা দম্পতি। পুজো শেষে মধ্যাহ্ন ভোজনে এলাহি ব্যবস্থা।

কী কী ছিল মেনুতে?

রাজ-শুভশ্রীর সরস্বতী পুজোর মধ্যাহ্ন ভোজনের মেনুতে ছিল, কচুরি, ছোলার ডাল, খিচুড়ি, লাবড়া, আলুর দম,কুলের চাটনি, মিষ্টি। বাঙালির যেকোনও পুজোর সঙ্গে যে পেটপুজো মাস্ট, তা ফের বুঝিয়ে দিলেন রাজ-শুভশ্রী।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x