ছাত্রভোট এখনই নয়, মাধ্যমিক, HS-এর পর হতে পারে আলোচনা, ইঙ্গিত ব্রাত্যের, বাংলার মুখ - 24 Ghanta Bangla News

ছাত্রভোট এখনই নয়, মাধ্যমিক, HS-এর পর হতে পারে আলোচনা, ইঙ্গিত ব্রাত্যের, বাংলার মুখ

0

ছাত্রভোটের দাবিতে বার বার সরব হয়েছে যাদবপুর, প্রেসিডেন্সি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলি। তার মধ্যেও রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে এখনই ছাত্রভোট হচ্ছে না বলে ইঙ্গিত দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়ে জোর দেওয়া দেওয়া হবে। তারপরে ছাত্র ভোট নিয়ে আলোচনা হবে। তিনি আরও জানিয়েছেন, ভোট যাতে শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে হতে পারে তার জন্য যা যা সুরক্ষা নেওয়ার দরকার তা নেওয়া হবে। 

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ডিসেম্বর মাসের পেনশন–বেতন আসেনি, কী বললেন শিক্ষামন্ত্রী?‌

এর আগে ছাত্রভোট করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, এখনই ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত। ব্রাত্য বসু জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা চিন্তা মতোই ছাত্রভোট হবে। তিনি বলেন, ‘ছাত্র ভোটের বিষয়টি এখন আলোচনার মধ্যেও নেই। এখন মূল বিষয় হল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক।’ এদিকে, স্কুলে পারস্পরিক বা অপস বদলির ক্ষেত্রে ইতিমধ্যেই আবেদন নেওয়া শুরু হয়েছে। তবে এখনও বদলি চালু হয়নি। সেপ্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এ নিয়ে আলোচনা চলছে। তবে ঠিক কবে চালু হবে সেটা তিনি স্পষ্ট না করলেও দ্রুতই চালু হবে বলে জানান তিনি। এদিকে, বেশ কয়েকমাস ধরে বন্ধ ছিল বদলির উৎসশ্রী পোর্টাল। সেটি এখন চালু হয়েছে। সেখানে বেশ কিছু আবেদন জমা পড়েছে। অভিযোগ উঠেছে, সেখানে আবেদন করতে গেলে নানানরকম সমস্যা হচ্ছে। অভিযোগ, ৫ বছরের অভিজ্ঞতা না থাকলে পোর্টালে বদলির আবেদন করা যাচ্ছে না। অথবা যে স্কুলে বদলির জন্য আবেদন করা হচ্ছে সেই স্কুলে শিক্ষকের ৫ বছরের অভিজ্ঞতা না থাকলেও বদলি হচ্ছে না। সে প্রসঙ্গে ব্রাত্য বলেন, স্কুলেও বদলি নিয়ে একটা নীতি আনা হবে। সেটা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে চালু করা হবে। 

প্রসঙ্গত, এর আগে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে যাদবপুরে একাধিবার বিক্ষোভ হয়েছে। এমনকী রাজ্যপালের গাড়ি  আটকেও ছাত্র সংগঠনের সদস্যেরা বিক্ষোভ দেখান। সেই সময় রাজ্যপাল সিভি আনন্দ বোস আশ্বাস দিয়েছিলেন  তিনি বিষয়টি দেখবেন। এছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয়েও অতীতে বিক্ষোভ দেখিয়েছে এসএফআই। তবে রাজ্য সরকার এখনই যে ছাত্রভোট চাইছে না তা শিক্ষামন্ত্রীর কথায় স্পষ্ট বলেই মনে করছেন বিরোধীরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x