Raja Bazar: রাজাবাজার ক্রসিংয়ের সামনে তখন ইফতিকার, হঠাৎ ভরা রাস্তাতেই ঘটল হাড়হিম ঘটনা... - Bengali News | Some mischief snatch money from one man at Raja bajar crossing in kolkata - 24 Ghanta Bangla News

Raja Bazar: রাজাবাজার ক্রসিংয়ের সামনে তখন ইফতিকার, হঠাৎ ভরা রাস্তাতেই ঘটল হাড়হিম ঘটনা… – Bengali News | Some mischief snatch money from one man at Raja bajar crossing in kolkata

0

কলকাতা: ব্যস্ত শহর। সন্ধে নামতেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। রাজাবাজার ক্রসিংয়ের কাছে রাস্তা পেরচ্ছিলেন এক ব্যক্তি। তখনই বাইকে চড়ে এল কয়েকজন দুষ্কৃতী। একটি বাইক নয়। পরপর দু’টি বাইকে চড়ে এল তারা। আর তারপরই ভরা রাস্তায় ছিনতাই করে নিয়ে পালাল ওই ব্যক্তির ব্যাগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম ইফতিকার আহমেদ খান। তিনি পেশায় ছাগল ব্য়বসায়ী। এ দিন সকাল ন’টা নাগাদ দু’টি মোটরবাইক আসে রাজাবাজার ক্রসিংয়ের কাছে আসতেই ইফতিকারের টাকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় তারা। এখানেই শেষ নয়। অভিযোগ, পরে চোখে একটি তরল স্প্রে করে পালিয়ে যায়। একপর ওই ব্যবসায়ীকে ছুরি দেখিয়ে হাতে আঘাত করা হয় বলে অভিযোগ। যদিও কত টাকা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই ব্যক্তির কাছে লক্ষাধিক টাকা থাকতে পারে।

উল্লেখ্য, সম্প্রতি কোয়েস্ট মলের পিছনে প্রায় ১২ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। সন্ধ্যা নাগাদ নিরাপত্তা এজেন্সির এক কর্মী প্রায় ১২ লক্ষ টাকা কালেকশন করে আসছিলেন। তখনই একটি বাইকে এসে সেই ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায় দুষ্কৃতীতা। খবর যায় কড়েয়া থানায়। তল্লাশি করে পুলিশ। কয়েকদিন পর ফের শহরে ছিনতাইয়ের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে নিরাপত্তা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x