CM Mamata Banerjee: মমতার সভা, তাই ভাঙা হল ১২টি দোকান, SDO বললেন, ‘মুখ্যমন্ত্রী আসছেন, পরিষ্কার রাখতে হবে…’ – Bengali News | CM Mamata Banerjee: Administration demolished 12 shops For CM Mamata Banerjee’s meeting

দোকান ভেঙে দিল প্রশাসনImage Credit source: Tv9 Bangla
আলিপুরদুয়ার: উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ফুটপাতে গজিয়ে ওঠা দোকান ভেঙে দিল প্রশাসন। বস্তুত, আগামী ২২ জানুয়ারি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর সভা রয়েছে। তাই প্যারেড গ্রাউন্ডের সামনে এসডিও অফিস চত্বর থেকে দোকান ভেঙে দিল প্রশাসন।
শনিবার বিকেলে সভাস্থল ঘুরে দেখেন এডিএম,পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, এসডিও দেবব্রত রায় ও মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কর্মীরা। তারপর এসডিও চত্বর ও প্যারেড গ্রাউন্ডের সামনে থেকে দশ থেকে বারোটি দোকান ভেঙে দেওয়া হয়। এ ব্যাপারে এসডিও দেবব্রত রায় জানান, “এখানে এলোমেলো ভাবে বসে আছেন। আমাদের নির্দেশ আছে এইভাবে থাকা যাবে না। তারপর মুখ্যমন্ত্রী আসছেন। তাই রাস্তা পরিষ্কার রাখতে হবে। গুছিয়ে রাখতে হবে। ওরা দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে বসে আছে। তাই ওদের সরিয়ে দেওয়া হল। বার বার ওঁদের বলা সত্ত্বেও ওরা শোনেনি। তাই আজ আমরাই ওঁদের এখান থেকে সরিয়ে দিলাম।” এদিন, প্রশাসনিক আধিকারিকরা ও সিএম সিকিউরিটি মুখ্যমন্ত্রীর সভাস্থল ঘুরে দেখেন।
এ দিকে, প্রশাসন ফুটপাত দখল মুক্ত করায় সমস্যায় পড়েছেন ছোট ও মাঝারি ফুটপাতের দোকানদাররা। ভজন দেবনাথ নামে এক দোকানদার বলেন, “আমাদের আগে থেকে কিছুই বলেনি। আজ চল্লিশ বছর ধরে এখানে বাস করছি। কোনও রকম চা বিস্কুট বেচে সংসার চলে। এখন দেখা গেল নতুন অনেক দোকান হয়েছে। তাদের কিছু বলছে না। আমাদেরটা ভেঙে দিল।”