Sara Tendulkar: ব্রিসবেনে হাজির নীলপরী সচিনকন্যা সারা, গ্যালারির দিকে ক’বার তাকালেন গিল? – Bengali News | Sara Tendulkar spotted in IND vs AUS 3rd Test, fans reacts to support Gill
Sara Tendulkar: ব্রিসবেনে হাজির নীলপরী সচিনকন্যা সারা, গ্যালারির দিকে ক’বার তাকালেন গিল?
কলকাতা: গাব্বায় বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট খেলতে নেমেছে ভারত ও অস্ট্রেলিয়া। এই ম্যাচে ব্রিসবেনের গ্যালারিতে দেখা গিয়েছে সচিনকন্যা সারা তেন্ডুলকরকে (Sara Tendulkar)। টিম ইন্ডিয়ার (Team India) ম্যাচ থাকলে মাঝে মাঝে তিনি মাঠে হাজির হন। এ বারও তেমন ছবি দেখা গিয়েছে। নীল রংয়ের এক স্লিভলেশ টপ পরা সারার ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। সারা যখন নেটদুনিয়ায় ট্রেন্ডিংয়ে, নেটিজ়েনরা খোঁজ শুরু করেছেন শুভমন গিলের (Shubman Gill)।
গাব্বার গ্যালারি থেকে সারা তেন্ডুলকরের যে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তাতে স্ট্যান্ডে তাঁর পাশে দেখা গিয়েছে দেশের প্রাক্তন ক্রিকেটার জাহির খান, হরভজন সিংদের। সারার অপর এক ভাইরাল ছবিতে দেখা গিয়েছে মোবাইলে চোখ রেখেছেন তিনি।
এই খবরটিও পড়ুন
Sara Tendulkar Is There to Support Team India. pic.twitter.com/k7iUbTMsSG
— Ahmed Says (@AhmedGT_) December 14, 2024
সারা ট্রেন্ডিংয়ে, আর নেটিজ়েনরা শুভমন গিলের খোঁজ নেবেন না, তাও হয় নাকি! হল না এ বারও। সোশ্যাল মিডিয়ায় অনেকেই সারার ছবির কমেন্ট সেকশনে লিখতে শুরু করেছেন শুভমন গিলকে সমর্থন করতে ব্রিসবেনে এসেছেন সারা। কেউ আবার লিখেছেন, ‘সারা গ্যালারিতে, শুভমন গিলের সেঞ্চুরি লোডিং।’
Sara in the house guy’s 💥😍
ShubmanGill Century loading…..🤲🤞🏻#INDvsAUS https://t.co/okoRk9LQrC pic.twitter.com/oVLl9qP4fI— Alam (@GILLx77) December 14, 2024
এক এক্স ব্যবহারকারী সারার ছবি শেয়ার করে লিখেছিলেন, সারা টিম ইন্ডিয়াকে সমর্থন করতে এসেছেন। সেখানে এক ব্যক্তি কমেন্টে লেখেন, ‘ভারতকে নয়, গিলকে সাপোর্ট করতে এসেছেন সারা।’ কেউ কেউ আবার খোঁজ করছেন, শুভমন গিল কি গ্যালারিতে সারাকে দেখেছেন? কে বলতে পারে, হয়তো সত্যিই ভারতীয় তারকার চোখ গিয়েছে গাব্বার গ্যালারিতে!
Not india , it’s Gill
— VIRAT KOHLI ARMY (@PoonamS57472527) December 14, 2024