Nadia: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ - Bengali News | Nadia allegation of patient death due to medical negligence - 24 Ghanta Bangla News

Nadia: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ – Bengali News | Nadia allegation of patient death due to medical negligence

0

তেহট্ট মহকুমা হাসপাতাল (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla

নদিয়া: চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা উত্তেজনা তেহট্ট মহকুমা হাসপাতালে। জানা গিয়েছে, মৃতের নাম আহমদ দফাদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে  জানা গিয়েছে,  শুক্রবার সকালে শ্বাসকষ্ট নিয়ে তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি হন হাঁটরা গ্রামের বাসিন্দা আহমদ দফাদার। পরিবারের দাবি,  হাসপাতালে ভর্তির সময় শারীরিক অবস্থা খুব খারাপ ছিল না।

অভিযোগ, হাসপাতালে ভর্তির পর হঠাৎ করেই আরও বেশি অসুস্থতা বোধ করতে থাকেন আহমদ। অভিযোগ সেই সময় পরিবারের লোকজন নার্স বা চিকিৎসককে একাধিকবার ডাকেন। কিন্তু তাঁরা কেউই গুরুত্ব দিয়ে বিষয়টি দেখেননি বলে অভিযোগ পরিবারের।  এর কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয়।

পরিবারের দাবি, চিকিৎসকদের গাফিলতিতেই মৃত্যু হয়েছে আহমদের। মৃত্যু সংবাদ পেয়ে হাসপাতালে উপস্থিত হন পরিবারের লোকজন। চিকিৎসায় গাফিলতির অভিযোগ পেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তেহট্ট থানার পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x