কোনও স্টারকে ডেট করলে খুলবে ভাগ্য, প্রস্তাব যায় নোরার কাছে, তারপর... - Bengali News | When nora fatehi had this advice to date a star to be successful - 24 Ghanta Bangla News

কোনও স্টারকে ডেট করলে খুলবে ভাগ্য, প্রস্তাব যায় নোরার কাছে, তারপর… – Bengali News | When nora fatehi had this advice to date a star to be successful

0

নোরা ফাতেহি, বরাবরই তিনি নিজের স্ট্রাগেল নিয়ে কোনও মন্তব্য করতে পিছপা হন না। এবারও তার ব্যতিক্রম হল না। অভিনেত্রী হতে চেয়েছিলেন তিনি। তবে নাচের জন্যই সিনেদুনিয়ায় এক পোক্ত জায়গা তৈরি করে নিতে সক্ষম হয়েছেন তিনি। বলিউডে তিনি প্রথম ব্রেকপেয়েছেন তাঁর বেলিডান্সের জন্যই। নোরা ফাতেহিকে অনেকেই দিয়েছিলেন নাচের মাধ্যমে বলিউডে পা না রাখার উপদেশ। তাতে কেরিয়ারে কোনওদিন তিনি নাকি অভিনেত্রী হতে পারবেন না, এমন কথআও বলেছিলেন। কিন্তু নোরা কাজকে সম্মান করেন। একাধিকবার তিনি জানিয়েছিলেন, কোনও কাজের সুযোগই তাঁর কাছে ছোট নয়। তিনি নিজের ১০০ শতাংশ উজার করে দিয়ে দর্শকমনে জায়গা করে নিয়েছিলেন রাতারাতি। তবে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করার অনেক কৌশলের কথাই এবার ফাঁস করেছেন নোরা।

প্রথমত, তাঁর কথায়, তাঁর PR টিম তাঁকে জানিয়েছিল, তিনি যেন কোনও বড় অভিনেতাকে ডেট করেন। তাহলেই বলিউডে ভাল কাজের প্রস্তাব পাওয়া যায়। নোরা ফাতেহি প্রথম থেকেই নিজের কাজ নিয়ে বেজায় যত্নশীল। যদিও কটাক্ষ সহ্য করতে শিখে গিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে সম্প্রতি নোরা বলেন, ‘বলিউডে টিকে থাকতে গায়ের চামড়া মোটা করে নিয়েছি। এখন যে যাই বলেন, আমার গায়ে খুব একটা লাগে না।’

কখনও প্ল্যাস্টিক সার্জারি, কখনও আবার বোল্ড লুক, সেক্সি নাচ, সব মিলিয়ে ঝড়ের গতিতে ভাইরাল হতে হয়েছে একাধিকবার। ট্রোলের শিকারও হয়েছেন রাতারাতি। তবে বলিউডের অন্দরমহলের সম্পর্কের এই সমীকরণ নিয়ে মন্তব্য করতেই তিনি ঝড়ের গতিতে ভাইরাল। এদিন নোরার মন্তব্যে সাফ ইঙ্গিত ছিল, তিনি বলিউডের অন্দরমহলের অধিকাংশ সম্পর্ককেই ফেক বলতে চেয়েছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x