Kolkata: ‘ঠেলে ফেলে দেওয়া হয়েছে’, জোড়াসাঁকোয় ১৮ বছরের তরুণীর মৃত্যুতে বিস্ফোরক দাবি পরিবারের সদস্যদের - Bengali News | Trouble with neighbor, mysterious death of young woman after falling from second floor in Kolkata - 24 Ghanta Bangla News

Kolkata: ‘ঠেলে ফেলে দেওয়া হয়েছে’, জোড়াসাঁকোয় ১৮ বছরের তরুণীর মৃত্যুতে বিস্ফোরক দাবি পরিবারের সদস্যদের – Bengali News | Trouble with neighbor, mysterious death of young woman after falling from second floor in Kolkata

0

বাড়ছে রহস্য, তদন্তে পুলিশ Image Credit source: TV 9 Bangla

কলকাতা: প্রতিবেশীর সঙ্গে বিবাদ। কিছু সময়ের মধ্যে দোতলার ব্যালকনি থেকে পড়ে তরুণীর মৃত্যু। ‘খুনের’ অভিযোগ তুলছে পরিবারের লোকজন। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল জোড়াসাঁকো থানার অন্তর্গত ৯ নম্বর মিত্র লেনে। শনিবার দুপুরে দোতলার ব্যালকনি থেকে পড়ে যান ওই তরুণী। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। মৃতার নাম ফিরোজা পারভিন(১৮)।

পরিবার এবং স্থানীয় সূত্র খবর, এক প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিনের বিবাদ ছিল। শনিবার দুপুরে আবারও এই বিবাদ শুরু হয়। তখনই আচমকা দোতলার ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হয় ওই তরুণীর। পরিবার সূত্রে খবর, ছোট থেকেই মামার কাছে মানুষ ফিরোজা। শনিবার বাড়ির অন্যান্য সদস্যরা বিয়ে বাড়ি যাওয়ায় তিনি বাড়িতে একাই ছিলেন। তখনই প্রতিবেশী তারান্নুম আরার সঙ্গে তাঁর ফের ঝামেলা শুরু হয় বলে জানা যাচ্ছে। তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের। তার মধ্যেই এ ঘটনা। তাঁর পড়ে যাওয়ার খবর লোকমুখে ছড়াতেই তা নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়। 

শনিবার দুপুর তিনটে নাগাদ জোড়াসাঁকো থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। বাড়ির নিচে থেকে ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারা মৃত বলে ঘোষণা করে দেন। মৃত তরুণীর পরিবারের তরফ থেকে জোড়াসাঁকো থানায় অভিযোগ জানানো হলে পুলিশ এসে প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। মৃতদেহটি ইতিমধ্যেই তদন্তের জন্য পাঠানো হয়েছে। ফিরোজার পরিবারের স্পষ্ট অভিযোগ, তাঁকে উপর থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed