Retired IPS officer Pankaj Dutta passes away: আরজি কর কাণ্ডের পর থানায় ডেকেছিল পুলিশ, একমাসের বেশি হাসপাতালে ভর্তি থাকার পর প্রয়াত প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত - Bengali News | Retired IPS officer Pankaj Dutta passes away in Varanasi's hospital - 24 Ghanta Bangla News

Retired IPS officer Pankaj Dutta passes away: আরজি কর কাণ্ডের পর থানায় ডেকেছিল পুলিশ, একমাসের বেশি হাসপাতালে ভর্তি থাকার পর প্রয়াত প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত – Bengali News | Retired IPS officer Pankaj Dutta passes away in Varanasi’s hospital

0

কলকাতা: প্রয়াত হলেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। শনিবার বারাণসীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। একমাসের বেশি সময় ধরে ওই হাসপাতালে ভর্তি ছিলেন।

আরজি কর কাণ্ডের পর তাঁর একটি মন্তব্য ঘিরে চাপানউতোর তৈরি হয়েছিল। একাধিক থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়। তেমনই একটি অভিযোগে পরিপ্রেক্ষিতে বড়তলা থানায় ডেকে পাঠানো হয়েছিল প্রাক্তন এই আইপিএস অফিসারকে। অভিযোগ, বেশ কয়েকঘণ্টা থানায় বসিয়ে রাখা হয়েছিল তাঁকে। কিন্তু, চা-বিস্কুট তো দূরের কথা, জলও দেওয়া হয়নি। ওই ঘটনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এরপর উত্তর প্রদেশের বারাণসীতে একটি সেমিনারে অংশগ্রহণ করতে গিয়ে গত ২৩ অক্টোবর অসুস্থ হয়ে পড়েন তিনি। সেমিনার হলেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই থেকে হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। এদিন প্রয়াত হলেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি। প্রসঙ্গত, ২০১১ সালে রাজ্য পুলিশের আইজি পদে থাকাকালীন অবসরগ্রহণ করেন তিনি।

এই খবরটিও পড়ুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed