Potato prices may hike: মঙ্গলবার থেকে সরবরাহ বন্ধ, বাজারে আলুর দাম বাড়ার আশঙ্কা - Bengali News | Potato prices may hike in West Bengal - 24 Ghanta Bangla News

Potato prices may hike: মঙ্গলবার থেকে সরবরাহ বন্ধ, বাজারে আলুর দাম বাড়ার আশঙ্কা – Bengali News | Potato prices may hike in West Bengal

0

তারকেশ্বর: মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে আলু সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্য হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশন। আলু ব্যবসায়ীদের অভিযোগ, ভিন রাজ্যে আলু রফতানির ক্ষেত্রে কোনও বিজ্ঞপ্তি ছাড়াই রাজ্যের সীমানায় আটকে দেওয়া হচ্ছে আলু বোঝাই গাড়ি। এই নিয়ে গত বৃহস্পতিবার এবং এদিন তারকেশ্বরের পটেটো ব্যবসায়ী সমিতি ভবনে দু’দফায় বৈঠক করে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্য হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশন। বৈঠক শেষে মঙ্গলবার থেকে হিমঘর থেকে আলু সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

আলুর দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করার পরই গত ২৩ নভেম্বর আলুর দামে রাশ টানতে হুগলির আলু ব্যবসায়ীদের নিয়ে হরিপালে বৈঠক করেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। বৈঠকে ঠিক হয়, ২৬ টাকা কেজি দরে হিমঘর থেকে আলু বিক্রি করবেন ব্যবসায়ীরা।

অভিযোগ, প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবসায়ীরা নির্ধারিত দামে আলু বিক্রি করলেও ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে বিজ্ঞপ্তি ছাড়াই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ রাজ্যের সীমানায় আলুর গাড়ি আটকে দেওয়া হচ্ছে কোনও নির্দেশিকা ছাড়াই। এছাড়াও বেআইনিভাবে জরিমানা করা হচ্ছে বলে অভিযোগ।

এই খবরটিও পড়ুন

চলতি সপ্তাহে দু’বার বৈঠক করে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্য হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশন। শনিবার বৈঠক শেষে রাজ্যের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে ভিন রাজ্যে আলু রফতানিতে নিষেধাজ্ঞা না তোলা পযন্ত আগামী মঙ্গলবার থেকে রাজ্যের সমস্ত হিমঘর থেকে রাজ্যজুড়ে বন্ধ থাকবে আলু সরবরাহ। রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন, আলু রফতানিতে সমস্যায় পড়তে হচ্ছে। কোথাও কোথাও পুলিশ গাড়ি আটকে জরিমানা করছে। এরই প্রতিবাদে সোমবার রাত থেকে রাজ্যের কোনও হিমঘর থেকে আলু সরবরাহ করা হবে না। আলু সরবরাহ বন্ধ হলে খুচরো বাজারে আলুর দাম বাড়তে পারে বলে আশঙ্কা বাড়ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed