Indian Army: শত্রু যেখানে ঘাপটি মেরে বসে থাকে, সেখানে থাকবে নজর, ভারতের হাতে 'সবল ২০' - Bengali News | Indian Army using This drone called Sabal 20, it can reach remote places - 24 Ghanta Bangla News

Indian Army: শত্রু যেখানে ঘাপটি মেরে বসে থাকে, সেখানে থাকবে নজর, ভারতের হাতে ‘সবল ২০’ – Bengali News | Indian Army using This drone called Sabal 20, it can reach remote places

0

নয়া দিল্লি: শত্রু মোকাবিলায় এবার ভারতের হাতে এল লজিস্টিক ড্রোন পেয়েছে। চোখের পলকে এই ড্রোনগুলি সহজেই পৌঁছে যাবে দুর্গম স্থানে। উঁচু পোস্ট এবং বাঙ্কারগুলিতেও পৌঁছতে পারবে। এর সাহায্যে কম সময়ে শত্রুর অবস্থান চিহ্নিত করা যাবে। কোন জায়গাগুলো সেনাবাহিনীর জন্য নিরাপদ হতে পারে, সেটাও ড্রোনের সাহায্যে অনুমান করা যাবে।

ভারতীয় সেনাবাহিনী Endure Air Systems-এর এই নতুন ড্রোন পেয়েছে যার নাম ‘সবল ২০’। এই ড্রোনের বৈশিষ্ট্য বিবেচনা করে এটিকে ভারতীয় সেনাবাহিনীতে জায়গা দেওয়া হয়েছে। পূর্বাঞ্চলে বিশেষ সাহায্য করবে এই ড্রোন। এটি এমন জায়গায় পণ্য সরবরাহ করবে যেখানে বড় যানবাহন বা ট্রাক পৌঁছতে পারে না। এটি সেই সমস্ত স্থানে সহজেই উড়ে যাবে যেখানে সেনাবাহিনী সহজে পৌঁছতে পারে না।

‘সবল ২০’ ড্রোন নিজের ওজন ছাড়াও ২০ কেজি পর্যন্ত ওজনের লাগেজ বহন করতে পারে। এটি তার নিজের ওজনের প্রায় ৫০ শতাংশ পর্যন্ত ওজন বহন করতে সক্ষম। উড়তেও পারে দীর্ঘ সময়। চিনুক হেলিকপ্টারের মতোই দেখতে এই সবল ড্রোন।

এই ড্রোনের সাহায্যে সেনাঘাঁটি তথা বাঙ্কারে ত্রাণসামগ্রীতে অস্ত্র, ওষুধ, রসদ ইত্যাদি সরবরাহ করতে পারে। এতে রয়েছে ভার্টিকাল টেক অফ ও ল্যান্ডিং প্রযুক্তি। এটি গোপনে গুলি, গান পাউডার এবং অস্ত্রও দুর্গম স্থানে পৌঁছে দিতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed