Eknath Shinde: মুখ্যমন্ত্রীর গদি মিলবে না, মন খারাপেই গ্রামের বাড়ি চলে গেলেন একনাথ শিন্ডে? – Bengali News | Eknath Shinde Cancels Meeting, Leaves for his Native Village Satara Amid CM Post Rift, Shiv Sena says He is not Upset
মুম্বই: এক সপ্তাহ হতে চলল। মহা-সাসপেন্স আর কাটছেই না। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন, সেই প্রশ্নের উত্তরই খুঁজে চলেছেন সকলে। মহাযুতির বৈঠকে মুখ্যমন্ত্রীর নাম স্থির করা হত, কিন্তু রাতারাতি বাতিল হয়ে গিয়েছে সেই বৈঠক। সবকিছু ছেড়ে নাকি গ্রামের বাড়িতে চলে গিয়েছেন মহারাষ্ট্রের কেয়ারটেকার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। হঠাৎ শিন্ডের এই উধাও হয়ে যাওয়া নিয়ে অনেকেই নানা প্রশ্ন তুলেছেন। শুরু হয়েছে জল্পনাও। যদিও যাবতীয় জল্পনাই উড়িয়ে দিল শিবসেনা।
মহাযুতির শরিক শিবসেনার দাবি, একনাথ শিন্ডের শরীর খারাপ। তাই তিনি নিজের বাড়িতে চলে গিয়েছেন। এর সঙ্গে ক্ষুণ্ণ হওয়া বা শরিকদের প্রতি ক্ষোভ নেই।
মুখ্যমন্ত্রী পদে কে বসবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল ভোটের ফল প্রকাশের দিন থেকেই। জোটের তিন নেতাই- বিজেপির দেবেন্দ্র ফড়ণবীস, শিবসেনার একনাথ শিন্ডে এবং এনসিপির অজিত পওয়ারের নাম উঠে এসেছে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে। কিন্তু শেষ পর্যন্ত আর সিদ্ধান্ত হয়নি। সমাধানসূত্র খুঁজতে দিল্লিতেও যান নেতারা। সেখানেও কোনও সদর্থক উত্তর মেলেনি। আজ, শনিবার মহাযুতির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ বৈঠক বাতিল করে সাতারায় চলে যান একনাথ শিন্ডে।
দুঃখ পেয়ে গ্রামে চলে গিয়েছেন শিন্ডে, এমন জল্পনাই শোনা যাচ্ছে চারিদিকে। যদিও বিজেপি নেতৃত্ব এই দাবি মানতে নারাজ। এ দিন শিবসেনাও সেই সুরেই সুর মেলায়। বিদায়ী রাজ্য মন্ত্রী তথা শিবসেনা নেতা উদয় সমন্ত বলেন, “ওঁ (একনাথ শিন্ডে) ক্ষুব্ধ বা মনক্ষুণ্ণ নয়। ওঁ অসুস্থ। এটা বলা উচিত নয় যে দুঃখ পেয়ে একনাথ শিন্ডে চলে গিয়েছেন। ওঁ বলেছে যে কাঁদবে না। রাজ্যের উন্নয়নের লক্ষ্যে কাজ করবে।”
একনাথ শিন্ডে জানিয়েছেন যে আগামী শুক্রবার সরকার গঠনের বৈঠক হবে। আজই তাঁর মুম্বই ফেরার কথা।
মুখ্যমন্ত্রী হিসাবে দেবেন্দ্র ফড়ণবীসের নামই উঠে আসছে সবদিক থেকে। অজিত পওয়ারও তাঁকে সমর্থন জানিয়েছেন। কিন্তু পদ ছাড়তে নারাজ শিন্ডে। সূত্রের খবর, যদি মুখ্যমন্ত্রী পদ না পেলে, উপমুখ্যমন্ত্রী পদ নেবেন একনাথ শিন্ডে। তবে তার সঙ্গে স্বরাষ্ট্র দফতরও দিতে হবে তাঁকে। এই দফতর এতদিন দেবেন্দ্র ফড়ণবীসের হাতে ছিল।