Ayushman Vay Vandana Cards: 'বঞ্চিত' বাংলার প্রবীণ নাগরিকরা, প্রকল্প চালু করতে রাজ্যকে আবেদন কেন্দ্রের - Bengali News | 14 lakh Ayushman Vay Vandana Cards issued to senior citizens, says centre - 24 Ghanta Bangla News

Ayushman Vay Vandana Cards: ‘বঞ্চিত’ বাংলার প্রবীণ নাগরিকরা, প্রকল্প চালু করতে রাজ্যকে আবেদন কেন্দ্রের – Bengali News | 14 lakh Ayushman Vay Vandana Cards issued to senior citizens, says centre

0

নয়াদিল্লি: আয়ুষ্মান ভারত প্রকল্প। কেন্দ্রের এই প্রকল্পে কোনও পরিবার বছরে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার সুবিধা পান। কিন্তু, বাড়িতে প্রবীণরা থাকলে? দেশের বয়স্ক নাগরিকদের জন্যই আয়ুষ্মান ভারত প্রকল্পে আলাদ স্বাস্থ্যবিমার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেই মতো প্রবীণ নাগরিকদের দেওয়া হচ্ছে ‘আয়ুষ্মান ভায়া বন্দনা কার্ড’। মাসখানেক আগে এই কার্ড দেওয়া শুরু হয়। এখনও পর্যন্ত দেশের ১৪ লক্ষের মতো প্রবীণ নাগরিক এই কার্ড পেয়েছেন। কিন্তু, তার মধ্যে একজনও বাংলার নেই।

শুক্রবার সংসদে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব বলেন, ২৫ নভেম্বর পর্যন্ত প্রায় ১৪ লক্ষ ‘আয়ুষ্মান ভায়া বন্দনা কার্ড’ দেওয়া হয়েছে। আয়ুষ্মান ভারতের এই নতুন প্রকল্পে দেশের সাড়ে চার কোটি পরিবার উপকৃত হবে। আর ৬ কোটি প্রবীণ নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন।

কেন্দ্র জানিয়েছে, আয়ুষ্মান ভারত প্রকল্প বাংলায় শুরু করেনি রাজ্য সরকার। ফলে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাংলার মানুষ। বাংলার প্রবীণ নাগরিকরাও তাই ‘আয়ুষ্মান ভায়া বন্দনা কার্ড’ পাননি। এই প্রকল্প বাংলায় শুরুর জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানাল কেন্দ্র। বাংলার মতো দিল্লিতেও কেন্দ্রের এই প্রকল্প শুরু হয়নি। সেখানে এই প্রকল্প শুরুর আবেদন জানিয়েছে নরেন্দ্র মোদী সরকার।

এই খবরটিও পড়ুন

কয়েকমাস আগে দেশের ৭০ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য আলাদা করে আয়ুষ্মান ভারত প্রকল্পে স্বাস্থ্যবিমার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। কোনও প্রবীণ নাগরিকের আয় সেখানে বিবেচ্য নয়। সব প্রবীণ নাগরিকই এই প্রকল্পের সুবিধা পাবেন। আয়ুষ্মান ভারত প্রকল্পে কোনও পরিবার বছরে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা পেলেও ওই পরিবারের প্রবীণ ব্যক্তি আলাদা করে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন। পরিবারের বার্ষিক ৫ লক্ষ টাকার বিমার উপর তার কোনও প্রভাব পড়বে না। তবে কোনও পরিবারে একের বেশি প্রবীণ ব্যক্তি থাকলে তাঁরা একসঙ্গে নতুন এই ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন। একই পরিবারের সব প্রবীণ নাগরিক আলাদা আলাদা স্বাস্থ্যবিমার সুযোগ পাবেন না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed